অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হল বিসিসিএলের এক কর্মীর। গুরুতর জখম হলেন তাঁর স্ত্রী। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে সাঁওতালডিহিতে। পুলিশ জানিয়েছ, মৃতের নাম সুশান্ত চন্দ্র (২৮)। বাড়ি সাঁওতালডিহি থানার আগুইট্যাড় গ্রামে। তাঁর স্ত্রী নম্রতা চন্দ্রকে আশঙ্কাজনক অবস্থায় বোকারোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মোটরবাইকে স্ত্রীকে নিয়ে সাঁওতালডিহি থেকে বাড়ি ফিরছিলেন সুশান্তবাবু। সাঁওতালডিহি রেলগেটের অদূরে উল্টো দিক থেকে আসা একটি অ্যম্বুল্যান্সের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তিনি বিসিসিএলের ভোজুডি কোল ওয়াশারিতে কাজ করতেন। সম্প্রতি তাঁর বিয়ে হয়েছিল। পুলিশ জানিয়েছে, বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছিল অ্যম্বুল্যান্সের চালক। খারাপ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তা ধাক্কা মারে মোটরবাইকে। ওই চালককে গ্রেফতার করেছে পুলিশ।
|
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বধূর। পুলিশ জানিয়েছে, মৃতার নাম মমতা মণ্ডল (২৩)। তাঁর বাড়ি সাঁতুড়ির মুরাডি গ্রামে। মঙ্গলবার রাতে বাঁকুড়া মেডিক্যালে তাঁর মৃত্যু হয়। সেই রাতে বধূটির স্বামী ও শ্বাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করেন মৃতার বাবা লক্ষ্মীকান্ত মণ্ডল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা পলাতক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেড় বছর আগে ধানবাদের টুন্ডি থানা এলাকার বাসিন্দা মমতার সঙ্গে বিয়ে হয়েছিল সাঁতুড়ির মুরাডির বাসিন্দা পেশায় মৃৎশিল্পী স্বার্থ মণ্ডলের। সোমবার বাড়িতে অগ্নিদগ্ধ হন মমতা। পরে তাঁকে ভর্তি করানো হয়েছিল বাঁকুড়ায়। লক্ষ্মীকান্তবাবু পুলিশের কাছে অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের দাবিতে তাঁর মেয়ের উপরে অত্যাচার চালাত জামাই ও বেয়ান। অত্যাচার সহ্য করতে না পেরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন তাঁর মেয়ে। পুলিশ জানিয়েছে, বুধবার বাঁকুড়ায় দেহটির ম্যাজিস্ট্রেট পর্যায়ের সুরতহাল করা হয়েছে।
|
প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামীর ১১১তম জন্মবার্ষিকী পালিত হল বুধবার বিষ্ণুপুরে তাঁর বাসভবনে। পরিবারের তরফে আয়োজিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পীরা।
|
মন্দির সংস্কারের কাজ চলার সময়েই চুরি হয়ে গেল দু’টি প্রাচীন মূর্তি। বাঁকুড়ার কোতুলপুর থানার চাতরা গ্রামের ঘটনা। বুধবার সকালে জানা যায় স্থানীয় রঘুনাথজিউ মন্দির থেকে চুরি গিয়েছে রাধা ও গরুড়ের অষ্টধাতুর দু’টি মূর্তি। ওই মন্দির কমিটির সম্পাদক সূর্যপ্রতিম মান্নার অভিযোগ, “এ দিন সকাল ১১টা নাগাদ পুরোহিত পুজো করতে এসে দেখেন দরজা ভাঙা। ভিতরে রাধা ও গরুড়ের অষ্টধাতুর মূর্তি উধাও। কখন, কী ভাবে চুরি গেল বুঝতে পারছি না। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।” তিনি জানান, মল্লরাজাদের আমলে প্রায় ৫০০ বছর আগে এই মন্দিরটি তৈরি হয়েছিল। দুর্গোপুজোর আগে শুরু হয় সংস্কারের কাজ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তবে এ দিন সন্ধ্যা পর্যন্ত পুলিশ মূর্তি দু’টি উদ্ধার করতে পারেনি। দুষ্কৃতীদেরও ধরতে পারেনি পুলিশ। |