টুকরো খবর |
জমি-বিবাদ, বাবাকে মারধর ছেলে-বউমার
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
জমির সীমানা নিয়ে বচসার জেরে প্রৌঢ়কে কোদাল দিয়ে কোপানোর অভিযোগ উঠল তাঁর ছেলে ও নাতি-নাতনিদের বিরুদ্ধে। বুধবার সকালে বসিরহাটের নগরকচুয়া গ্রামের ওই ঘটনায় গুরুতর আহত আবদুল লতিফ মণ্ডল নামে ওই প্রৌঢ়কে স্থানীয় ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথা ও পিঠে ২২টি সেলাই পড়েছে। লতিফের ছেলে ফুল মহম্মদ, বৌমা মর্জিনা বিবি, দুই নাতি আয়িফুল, সরিফুল ও নাতনি মাসকুরা খাতুনের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ করা হয়। অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লতিফের ১২ শতক জমি নিয়ে তাঁর চার ছেলের মধ্যে বিবাদ লেগেছিল। এ দিন সকালে এক ছেলে লুৎফর জমিতে পাঁচিল দিতে গেলে ফুল মহম্মদ ও তাঁর পরিবার বাঁশ-কোদাল নিয়ে রুখে দাঁড়ায়। মারামারি বাধে। লতিফ গোলমাল থামাতে গিয়েছিলেন। সে সময়ে প্রহৃত হন। তাঁকে বাঁচাতে গিয়ে ছেলে-বৌমার হাতে মার খান লতিফের স্ত্রী নুরজাহান বিবিও।
|
ব্যবসায়ীকে মারধর, অবরোধ হাসনাবাদে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বিদ্যুতের মিটার বক্স বসানোকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল বিদ্যুৎ দফতরের ঠিকাদার সংস্থার কর্মীদের বিরুদ্ধে। এর জেরে বুধবার দুপুরে হাসনাবাদ থানার তালপুকুর বাজারে ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে হাসনাবাদ থানার ওসি বাহিনী নিয়ে ঘটনাস্থলে এলে বেলা ১২টা নাগাদ বিক্ষোভ ওঠে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবে বলে জানায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালপুকুর বাজারে সাইকেল মেরামতির দোকান রয়েছে মনিরুল মোল্লার। তাঁর অভিযোগ, দোকানের বিদ্যুৎ-সংযোগ লাগানোর জন্য টাকা নিলেও বিদ্যুৎ সংস্থার ঠিকাদার সালাম কয়াল মিটার বক্স লাগাচ্ছেন না। তিন দিন আগে এ নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলাও হয়। তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। অভিযোগ, এ দিন সকালে মনিরুলের দোকানে বাবা আকবরকে নিয়ে হাজির হয় সালাম। সেখানে ফের বচসা শুরু হলে মনিরুলকে মারা হয় বলে অভিযোগ।
|
ধর্ষিতা কিশোরী এখনও আশঙ্কাজনক
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মধ্যমগ্রামের গণধর্ষিতা কিশোরীর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর অবস্থা এখনও আশঙ্কাজনক। বুধবার সারাদিনই আর জি কর হাসপাতালে মেয়ের কাছে ছিলেন ওই কিশোরীর মা-বাবা ও আত্মীয়স্বজনেরা। দমদম থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আর কাউকে গ্রেফতার করা হয়নি। মঙ্গলবারই দমদম থানার পুলিশ মিন্টা ও রতন শীল নামে দুই যুবককে গ্রেফতার করে। তাদের চোদ্দো দিনের জেল হেফাজত হয়।
|
দুই দুষ্কৃতী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল জীবনতলা থানার পুলিশ। মঙ্গলবার রাতে কালিকাতলা এলাকার ঘটনা। পুলিশ জানায়, ধৃতদের নাম তাপস সর্দার ও শচীন সর্দার। বাড়ি বাসন্তীর ছ’আনি গ্রামে। তাদের কাছ থেকে একটি বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
|
দীনবন্ধু উৎসব |
নাট্যকার দীনবন্ধু মিত্রের স্মৃতিচারণার মধ্য দিয়ে বনগাঁর গোপালনগরের চৌবেড়িয়ায় বুধবার থেকে শুরু হল ‘দীনবন্ধু উৎসব-২০১৩’। চৌবেড়িয়া দীনবন্ধু উৎসব কমিটির সহযোগিতায় স্থানীয় একটি মাঠে আয়োজিত এই উৎসব পরিচালনা করছে চৌবেড়িয়া দীনবন্ধু উচ্চ বিদ্যালয়। এই চৌবেড়িয়াতেই জন্মগ্রহণ করেছিলেন দীনবন্ধু। এখনও রয়েছে সেই জন্মভিটে। বাড়িটির সামনে একটি আবক্ষ মূর্তি ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বুধবার ওই জন্মভিটে পর্যন্ত পদযাত্রা এবং আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। উদ্বোধন করেন উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সভাধিপতি রহিমা মণ্ডল। উৎসবের বিভিন্ন দিনে থাকছে বাউল, পল্লীগীতি, লোকগীতি, ভাটিয়ালি, নাটক প্রভৃতি। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
|
কুলপিতে ফুটবল |
দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার যৌথ উদ্যোগে আট দলের ‘সম্প্রীতি কাপ ফুটবল প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হল বিবেক ময়দান ট্রাস্টি বোর্ড। রবিবার বিবেক ময়দানে আয়োজিত ফাইনালে তারা চকদুলালপুর অরুণোদয় সঙ্ঘকে ৪-১ গোলে হারিয়ে দেয়। চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন ফুটবলার রহিম নবি এবং কুলপির বিডিও সেবানন্দ পণ্ডা। অন্য দিকে, ডায়মন্ড হারবার থানার উদ্যোগেও ওই প্রতিযোগিতা হয়। গত শুক্রবার এসডিও মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডায়মন্ড হারবার পুরসভা একাদশ এবং অগ্রগামী ক্লাব। খেলায় পুরসভা একাদশ ১-০ গোলে হারিয়ে দেয় অগ্রগামী ক্লাবকে। চ্যাম্পিয়ন এবং রানার্স দলের হাতে পুরস্কার তুলে দেন আবাসনমন্ত্রী অরূপ বিশ্বাস।
|
ছাত্রীকে অপহরণ, গ্রেফতার |
ছাত্রীকে অপহরণের অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার সকালে স্থানীয় চড়ুইগাছি থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম সাজিদা মণ্ডল। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৩ ডিসেম্বর সকালে ধুলোনি গ্রামের একাদশ শ্রেণির ওই ছাত্রী গাঁড়াপোতা এলাকায় গৃহশিক্ষকের কাছে পড়তে গিয়েছিল। তারপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। মেয়েটির বাড়ির লোকজনের অভিযোগ, কয়েক জনের সহযোগিতায় কুন্দিপুর থেকে তাঁদের মেয়েকে অপহরণ করেছে কড়ঙ্গ এলাকার এক যুবক। মেয়েটির খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
নির্মল বিদ্যালয় পুরস্কার |
পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ‘নির্মল বিদ্যালয়’ পুরস্কার পেল বসিরহাট মহকুমা ৩৪টি স্কুল। মঙ্গলবার বারাসতের রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে বসিরহাট ছাড়াও উত্তর ২৪ পরগনার আরও কিছু স্কুলকে এই পুরস্কার দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সঞ্জয় বনশল, সর্বশিক্ষা মিশনের ডিপিও অচিন্ত্যকুমার হাজরা, ইউনিসেফের প্রতিনিধি পলাশ সারেঙ্গী-সহ অনেকে। সর্বশিক্ষা মিশন এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে এই পুরস্কার। জয়ীরা ৫ হাজার করে টাকা, ট্রফি, শংসাপত্র পেয়েছে।
|
গরু চোর সন্দেহে ধৃত |
গরু চুরি করতে এসে ধরা পড়ল ৪ দুষ্কৃতী। মঙ্গলবার ঘটনাটি ঘটে মিনাখাঁর বাবুরহাট বাজারে। তিন দুষ্কৃতীকে ধরে ফেলে পেটায় জনতা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। মিনাখাঁ হাসপাতাল রোড থেকে পরে গ্রেফতার হয় তাদের আর এক সঙ্গী। পুলিশ জানায়, ধৃতেরা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও রবীন্দ্রনগরের বাসিন্দা। অন্য ঘটনায়, বুধবার স্বরূপনগরের তেঁতুলিয়া খালধার থেকে চার কুখ্যাত সমাজবিরোধীকে ধরে পুলিশ।
|
প্রেমিকের কোপ |
প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক স্কুলছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার শ্যামনগরে। পুলিশ জানায়, লিটন দাস নামে এক যুবক বুধবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় শ্যামনগর আঁটপুরের সাহাপাড়ায় মেয়েটির বাড়িতে ঢুকে তাকে ভোজালি দিয়ে কোপায় বলে অভিযোগ। মেয়েটির মা-দিদিমা ছুটে এলে তাঁদের উপরেও হামলা হয়। তাঁদের চিৎকারে লোকজন ছুটে আসায় লিটন পালায়। আশঙ্কাজনক অবস্থায় তিন জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। |
|