|
|
|
|
ফেড কাপকেই ডেডলাইন বলছেন ইউনাইটেড কোচ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেড কাপের পর কি ইউনাইটেড স্পোর্টসের দায়িত্ব ছেড়ে দেবেন এলকো সাতোরি?
বুধবার ক্রিসমাসের সকালে ইউনাইটেডের অনুশীলনের পর সে রকমই ইঙ্গিত দিলেন ডাচ কোচ। বললেন, “স্পোর্টিং ক্লুবের বিরুদ্ধে হেরে যাওয়ার পরই দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলাম। কিন্তু ক্লাব-কর্তাদের অনুরোধে ফেড কাপ পর্যন্ত কোচিং করাতে রাজি হয়েছি। তার পর আমাকে ভেবে দেখতে হবে।”
গোয়া থেকে ফেরার পর সোমবার কোচের সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাবের অন্যতম কর্তা নবাব ভট্টাচার্য। সূত্রের খবর, সেখানে কোচকে বুঝিয়ে নাকি আপাতত আটকে দেওয়া হয়েছে এলকোকে। আসলে আর্থিক সমস্যায় জেরবার ইউনাইটেড কর্তারা চাইছেন জোড়াতালি দিয়ে ফেড কাপ পর্যন্ত কোনওমতে টিমকে টিকিয়ে রাখতে। র্যান্টি মার্টিন্সকেও তাই ফেড কাপ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করেছেন কর্তারা। এই মুহূর্তে পরিবার নিয়ে ছুটি কাটাতে র্যান্টি বেঙ্গালুরু গিয়েছেন। ফিরে ২৯ ডিসেম্বর ইউনাইটেড কর্তাদের সঙ্গে আলোচনায় বসার কথা।
ক্রিসমাস উপলক্ষে ময়দানের তিন প্রধানে যখন ছুটির হাওয়া, তখন এ দিন দুপুরে প্রায় ঘণ্টাখানেক অনুশীলন করলেন লালকমল ভৌমিক-দীপক মণ্ডলরা। শুক্রবার কলকাতা লিগের ম্যাচে ব্যারেটাদের মুখোমুখি হবে এলকোর দল। নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে ভবানীপুর ম্যাচ জিততে মরিয়া ইউনাইটেড। কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তাদের। এত দিন র্যান্টি বলে এসেছেন, মাঝমাঠ থেকে বল পাচ্ছেন না বলেই নাকি গোল করতে পারছেন না তিনি। বুধবার অনুশীলনের পর লালকমল পাল্টা বলে দিলেন, “আমাদের মাঝমাঠ নিয়ে মোটেও কোনও সমস্যা নেই। শেষ স্পোর্টিং ম্যাচেও র্যান্টি অনেকগুলো গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সহজ সুযোগগুলো র্যান্টি নষ্ট করেছে।” সব মিলিয়ে ইউনাইটেডের ‘ইউনিটি’ এখন প্রশ্নের মুখে! |
|
|
|
|
|