বিশেষ চাহিদাসম্পন্নদের নিয়ে শিবির করার পরে বুধবার স্বাভাবিক শিশু কিশোরদের নিয়ে প্রকৃতিপাঠের শিবির শুরু করল হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)। বুধবার থেকে ডুয়ার্সের সামসিং লাগোয়া সুন্দরে বস্তিতে শিবির শুরু হয়েছে। এ দিন শিবিরে হাজির ছিলেন এভারেস্ট-জয়ী ছন্দা গায়োনও। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত শিবির চলবে। ৫ থেকে ১৫ বছর বয়সী ১৬৭ জন শিশু কিশোর শিবিরে যোগ দিয়েছে বলে ন্যাফের সূত্রে জানানো হয়েছে। ৫টি দলে ভাগ করা হয়েছে শিশু কিশোরদের। প্রতিটি দলকে আবার দুটি ভাগ করে শিবির শুরু হয়েছে। সংগঠনের মুখপাত্র অনিমেষ বসু জানান, পাহাড়ি নদী, জঙ্গল, পাখি সব কিছুকেই খুব কাছ থেকে দেখার সুযোগ পাবে শিবিরের আবাসিকরা। তিনি বলেন, “ভোর ৫টায় ঘুম থেকে উঠে পাহাড় আর জঙ্গলের একেক দিকে বেড়িয়ে পড়বে আবাসিকদের দলগুলি। এরপর কম্যান্ডো প্রশিক্ষণ, রিভারক্রশিং, ট্রেকিং এর মতো প্রশিক্ষণও দেওয়া হবে। প্রতিটি দলে গাইড এবং প্রশিক্ষকেরা থাকবেন। সারাদিন শিবিরে অংশগ্রহনকারীরা যা শিখল তা নিয়ে সন্ধ্যায় আলোচনা সভা হবে।” উল্লেখ্য আজ বৃহস্পতিবার থেকে ডুয়ার্সের ওদলাবাড়ির পরিবেশপ্রেমী সংগঠন নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির (ন্যাস) উদ্যোগে প্রকৃতিপাঠ শিবির শুরু হচ্ছে। এই শিবিরটি গরুবাথান ব্লকের বাগরাকোট লাগোয়া চুনাভাটিতে আয়োজিত হবে। সংগঠনের সম্পাদক নাফসার আলি জানিয়েছেন, আগামী ৩১ ডিসেম্বর অবধি চলা এই শিবিরে শতাধিক শিশু কিশোর যোগ দেবে। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্নরাও রয়েছেন বলে জানানো হয়েছে। |