বুধবার ভোরে শিলিগুড়ি লাগোয়া ঘোষপুকুর থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের লাল চন্দন কাঠ উদ্ধার করেছে শুল্ক দফতর। এ দিন ভোরে পাঞ্জাব থেকে গুয়াহাটিগামী আলু বোঝাই ট্রাককে আটক করা হয়। ওই ট্রাকে তল্লাশি চালিয়ে চন্দিন কাঠ উদ্ধার করা হয় বলে শুল্ক দফতর জানিয়েছে। আগে থেকেই চন্দন কাঠ নিয়ে যাওয়ার বিষয়ে শুল্ক দফতরের কাছে থবর ছিল বলে জানানো হয়েছে। সেই মতো এদিন ভোরে ঘোষপুকুরে তল্লাশি চালায় দফতরের একটি দল। চন্দন কাঠ বোঝাই ওই ট্রাকটিকে আটক করে চালক এবং খালাসিকেও গ্রেফতার করা হয়েছে। ধৃত দু’জনেই বিহারের ছাপরা এলাকার বাসিন্দা। শুল্ক দফতর জানিয়েছে, অন্ধ্রপ্রদেশ থেকে প্রায় ৬ কুইন্টাল ওজনের চন্দন কাঠকে ২৪৮টি টুকরো করে ট্রাকে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই দফতরের আইনজীবী রতন বণিক এই দিন বলেন, “বুধবার ধৃতদের শিলিগুড়ির আদালতে তোলা হয়। আদালত দু’জনের জামিন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তে শুল্ক দফতরের আধিকারিকদের ধারণা, চন্দন কাঠগুলিকে বিদেশে পাচার করার চেষ্টা চলছিল।”
|
এক বা দু’টি নয়। তিন তিনটি লক্ষ্মী পেঁচা পাশাপাশি। বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ দুবরাজপুর বাজারের একটি পুরনো কাপড়ের দোকানের দোতলায় একসঙ্গে এতোগুলি পেঁচা দেখতে পেয়ে দাঁড়িয়ে পড়ছেন অনেকে। ভিড় বেড়েছে পথচলতি মানুষের। তাতেও বিশেষ ভ্রুক্ষেপ নেই ওদের। সচরাচর যাদের দেখা পাওয়া যায় না, তাদেরই একজনকে কাপড়ের দোকানের দোতলার জানলা ঘেঁষা কার্নিশে এবং বাকি দু’জন লাইট বক্সের মধ্যে দিব্যি বসে রয়েছে। ঘণ্টাখানেক এ ভাবে দর্শন দিয়ে অবশ্য উড়ে গেল সকলেই। ব্যবসায়ী গৌরাঙ্গ বাসক, রাকেশ দত্তমুদীরা বলছেন, “বাজারের মধ্যে কিছু পুরনো বাড়ি রয়েছে। মঝে মধ্যে এদের দেখা মেলে। তবে একসঙ্গে তিনটি লক্ষ্মী পেঁচাকে এতক্ষণ দেখতে পাওয়াটা বেশ মজার।”
|
আলিপুরদুয়ার রোর্ভাস এন্ড মাউন্টেনিয়ার্স ক্লাবের উদ্যোগে এবারও প্রকৃতিপাঠের আসর বসতে চলেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের হাতিপোতা বনাঞ্চলে আগামী ২৬ ডিসেম্বর থেকে শিবির শুরু হচ্ছে। ওই শিবিরে উত্তরবঙ্গ, অসম সহ বিভিন্ন প্রান্তের চা বাগান,বনবস্তী ও প্রত্যন্ত গ্রামের প্রায় ১০০ শিশু কিশোর অংশ নিচ্ছে বলে ক্লাবের সম্পাদক সুব্রত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন।
|
সেই দুঃসাহস সমানে চলেছে! ১৯৯৬ সালের ১ জানুয়ারি আলিপুর চিড়িয়াখানায় বাঘের গলায় মালা পরাতে গিয়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। সেই ঘটনার পর থেকে চিড়িয়াখানায় নিরাপত্তা ও নজরদারি বেড়েছে দফায় দফায়। তা সত্ত্বেও বুধবার, বড়দিনের ছুটিতে চিড়িয়াখানার দর্শকেরা যথেচ্ছ নিয়ম ভাঙলেন। বাঘের খাঁচার মাথায় উঠে বেশ কিছুক্ষণ দাপালেন দুই যুবক। জিরাফের খাঁচার রেলিং বেয়ে উঠে পড়ল কিশোরেরা। তবে সব চেয়ে শিউরে মতো ওঠার ঘটনাটি ঘটল কুমিরের পরিখার কাছে। বাইরের নিচু রেলিং টপকে বিশাল কুমিরের কয়েক ফুটের মধ্যে এসে পড়লেন অত্যুৎসাহীরা। প্রশ্ন উঠেছে, নিরাপত্তারক্ষীরা কী করছিলেন? চিড়িয়াখানার অধিকর্তা কানাইলাল ঘোষ বলেন, “তাঁরা ছিলেন। কিন্তু এ দিন লোকসংখ্যা ৮০ হাজার পেরিয়ে যাওয়ায় সব সময় সামাল দেওয়া যায়নি।”
|
বুনো হাতির হামলায় জখম হল এক যুবক। বুধবার সকালে ঘটনাটি ঘটে চিলাপাতা জঙ্গলে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, আহত যুবকের নাম অশোক ভগৎ। এ দিন সকালে ওই যুবক বানিয়া নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়েছিল। পরে নদীর পাশে জঙ্গলে শৌচকমর্র্ করতে বসেন তিনি। সে সময়ে একটি হাতি পেছন থেকে এসে শুঁড় দিয়ে তাঁকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। আহত যুবককে কোচবিহার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
বাঘের পায়ের ছাপ দেখলেন মৎস্যজীবী ও বন দফতরের কর্মীরা। বাসন্তীর ৪ নম্বর ঝড়খালিতে হেড়োভাঙা নদীর চরে জঙ্গলে পায়ের ছাপ দেখেন তাঁরা। ডিএফও লিপিকা রায় বলেন, “বনকর্মীরা এ নিয়ে সতর্ক রয়েছেন।” |