উলুবেড়িয়ায় প্রহৃত পুলিশ
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
পারিবারিক অশান্তি থেকে শুরু হল পথ অবরোধ। সেই পথ অবরোধ সামাল দিতে গিয়ে মার খেলেন পুলিশকর্মীরা। এক জন পুলিশকর্মীকে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পরে রাতের দিকে ছেড়ে দেওয়া হয়। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার কালিনগর গ্রামে। পুলিশ জানায়, বুধবার সকালে ওই গ্রামের মধু মল্লিক এবং আসিফ মল্লিক নামে দুই গ্রামবাসীর স্ত্রীদের মধ্যে গোলমাল শুরু হয়। মধু মল্লিকদের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করতে আসেন আসিফ মল্লিকদের পরিবারের লোকজন। কিন্তু পুলিশ সেই মুহূর্তে অভিযোগ নেয়নি। তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। কিন্তু এতে সন্তুষ্ট হননি আসিফরা। তাঁরা স্থানীয় কিছু মানুষজনকে সঙ্গে নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে উলুবেড়িয়া-গড়চুমুক রোড অবরোধ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।
অভিযোগ, সে সময়ে স্থানীয় মানুষজনের প্রতিরোধে আহত হন বেশ কয়েক জন পুলিশকর্মী। স্থানীয় মানুষের অভিযোগ, পুলিশকর্মীরা এসেই লাঠিচার্জ করলে কয়েক জন মহিলা-সহ বেশ কয়েক জন গ্রামবাসী আহত হন। সেই কারণেই প্রতিরোধ করেন গ্রামবাসীরা। এই কথা মানতে চায়নি পুলিশ।
|
উলুবেড়িয়ায় পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ
নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
পুকুর থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। বুধবার সকালে উলুবেড়িয়ার খলিসানি কালিতলার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত ওই তরুণীর নাম সরস্বতী মণ্ডল (১৮)। বাড়ি ওই এলাকাতেই। পুলিশ জানায়, ১৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই তরুণী। থানায় ডায়েরি করা হয়। এ দিন সকালে বাড়ির সামনেই পুকুরে মেয়েটির দেহ ভাসতে দেখা যায়। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে। কোনও আঘাতের চিহ্ন ছিল না বলেই জানিয়েছে পুলিশ। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
বাউড়িয়া জুট মিল গেটে শহিদ বেদি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। বুধবার সকালে বাউড়িয়া জুট মিলের ঘটনা। স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের দাবি, জুটমিল গেটে তাদের শ্রমিক ইউনিয়নের একটি শহিদ বেদি ছিল। সেটি মঙ্গলবার রাতে কেউ ভেঙে দেয়। বাউড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ফরওয়ার্ড ব্লক নেতা রাজীব নস্কর। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। |