টুকরো খবর |
বিহারে অপহৃত তিন ব্যবসায়ী
নিজস্ব সংবাদদাতা • পটনা |
বিহারে পৃথক ঘটনায় অপহৃত হলেন তিন ব্যবসায়ী। গত রাতে দু’টি ঘটনা ঘটে পূর্ণিয়া এবং শিওহর জেলায়। পুলিশ জানায়, পূর্ণিয়ায় অপহরণ করা হয়েছে এক ব্যবসায়ী এবং তাঁর ছেলেকে। প্রথম ঘটনাটি ঘটে পূর্ণিয়ার ভবানীপুরে। পুলিশ জানিয়েছে, নিজের অফিস থেকে বাড়ি ফেরার সময় মাধব মাহাতো ও তাঁর ছেলে পঙ্কজকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। পরে, মাধববাবুর ফোন থেকে তাঁর স্ত্রী’র সঙ্গে কথা বলে তারা। ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। অন্য দিকে, শিওহর জেলার সদর এলাকার কাপড় ব্যবসায়ী সুশীল গুপ্ত গত রাতেই অপহৃত হন। তবে, তাঁর মুক্তিপণ চেয়ে পুলিশ বা পরিবারের কাছে কোনও ফোন যায়নি। জেলার পুলিশ সুপার হিমাংশু ত্রিবেদী বলেন, “সুশীলবাবু ফোনে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন।” |
অসমে যুবতীর শ্লীলতাহানি
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
অসমের মধ্যশিক্ষা পর্ষদের উপ-অধিকর্তার বিরুদ্ধে শ্লীলতাহানি ও চাকরির আশ্বাস দিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল। পর্ষদের উপ-অধিকর্তা হরেন হজারিকার বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সাল থেকে কয়েকবার বছর পঁচিশের এক যুবতীর শ্লীলতাহানি করেছেন তিনি। সরকারি চাকরির আশ্বাস দিয়ে অভিযোগকারিণীর কাছ থেকে ছ’লক্ষ টাকা ঘুষ নেওয়ার মামলাও দায়ের করা হয়েছে। হজারিকার দফতরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন ওই যুবতী। অভিযোগের ভিত্তিতে, পর্ষদ-কর্তার বিরুদ্ধে শ্লীলতহানির মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, হজারিকা নিখোঁজ। |
গণপিটুনিতে নিহত যুবক
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শোণিতপুরের বিশ্বনাথ চারিয়ালিতে। পুলিশ জানায়, গত রাতে মাজুলিগড় চা বাগানের একটি বসতিতে বছর বারোর এক কিশোরীকে মোহন ঘাটোয়ার নামে এক বাগান-শ্রমিক ধর্ষণ করে বলে অভিযোগ। এসপি অরবিন্দ কলিতা জানান, মেয়েটির অভিযোগ শুনে রাতেই তার আত্মীয়, পড়শিরা মোহনকে মারধর করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। অন্য দিকে, লখিমপুরের রংপুরিয়া গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বাসিন্দা রঙাই মুড়াকে গ্রেফতার করেছে পুলিশ। |
শৌচাগার বানাবেন, কথা দেওয়ায় ফিরতে রাজি স্ত্রী |
বাড়িতে শৌচাগার না থাকায় তিন বছর আগে দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়েছিলেন এক দলিত মহিলা। অবশেষে স্বামী আদালতে দাঁড়িয়ে শৌচাগার বানানোর প্রতিশ্রুতি দেওয়ায় বাড়ি ফিরতে রাজি হলেন তিনি। ইনদওরের ঘটনা। সাত বছর আগে দেবকরণ মালব্যর সঙ্গে বিয়ে হয় সবিতার। স্বামীকে বারবার শৌচাগার তৈরির কথা বলেও কাজ না হওয়ায় তিন বছর আগে বাপের বাড়ি চলে যান সবিতা। পরে স্বামীর কাছে মাসিক খোরপোষ দাবি করে আদালতে যান। সবিতা জানান, বাড়িতে শৌচাগার না বানানো হলে তিনি বাড়ি ফিরবেন না। দেবকরণ কথা দিয়েছেন, ১০ জানুয়ারির আগে তিনি শৌচাগার তৈরি করে ফেলবেন। ১০ জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। |
বৈদ্যুতিন মানি অর্ডার |
দূর দেশ থেকে আত্মীয়ের পাঠানো টাকা কয়েক মিনিটের মধ্যে ডাকঘর থেকে পেয়ে যাচ্ছেন প্রাপক। একই ভাবে মুহূর্তে টাকা পাঠাতেও পারছেন বিদেশে। সম্প্রতি ‘ইনস্ট্যান্ট ক্যাশ ইলেকট্রনিক মানি রেমিট্যান্স সার্ভিস’ নামে এই বৈদ্যুতিন মানি অর্ডার ব্যবস্থা চালু করেছে ডাক বিভাগ। আপাতত ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে এটা চালু হয়েছে। শীঘ্রই তা চালু হবে ইউক্রেন, লাওস, শ্রীলঙ্কা, কম্বোডিয়া-সহ বেশ কিছু দেশের সঙ্গে। ভারতের ১৭৫০০টি ডাকঘরে এই সুবিধা মিলবে। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের সব প্রধান ডাকঘর, উপ-ডাকঘরই। চিফ পোস্টমাস্টার জেনারেল (পশ্চিমবঙ্গ সার্কেল)-এর দফতর সূত্রের খবর, এই ব্যবস্থায় ডাকঘরে কম্পিউটারে মেল করে ফর্ম পাঠাতে হবে এবং ডাকঘরে টাকা জমা দিতে হবে। মেল পাওয়া মাত্র প্রাপক বাড়ির কাছের ডাকঘরে টাকা পেয়ে যাবেন। |
চিঠির জেরে |
দুর্গাশক্তি নাগপালকে সাসপেন্ড করার ঘটনায় সনিয়া গাঁধী একটি চিঠি লেখেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে। আর সেই চিঠির ভিত্তিতেই আইএএস, আইপিএস এবং আইএফএস অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নিয়ম বদলের চিন্তাভাবনা শুরু করছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রীর অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।
পুরনো খবর: আইএএস অফিসারকে সরিয়ে চাপের মুখে অখিলেশ সরকার |
শ্লীলতাহানি |
মুম্বইয়ে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল বাহরাইনের কূটনীতিকের বিরুদ্ধে। তবে কূটনৈতিক রক্ষাকবচ থাকায় তাঁকে ধরা যায়নি। নিগৃহীতার দাবি, ৯ ডিসেম্বর নিজের আবাসন চত্বরেই তাঁর গায়ে হাত দেন অভিযুক্ত। কটূক্তিও করেন।
|
ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সূচনা |
|
৮৬তম নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সূচনা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। বুধবার এই অনুষ্ঠানে প্রধান সভাপতি ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ইলাহাবাদ শহর জুড়ে এখন বিভিন্ন তোরণ ও ব্যানারে ছেয়ে আছেন বিবেকানন্দ। সার্ধশতবর্ষের শ্রদ্ধার্ঘ্য। আবার রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির শতবর্ষে রাজ্যপাল বি এল জোশী মনে করালেন, গীতাঞ্জলি প্রথম প্রকাশিত হয় এই শহরেই। অনুষ্ঠান শুরুর ভোরে ইলাহাবাদ শহর জুড়ে যে শোভাযাত্রা বেরিয়েছিল, তাতে অনেক লেখকের ছবির সঙ্গে ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের ছবিও।
|
তথ্য: বিপ্লবকুমার ঘোষ। |
|
বড়দিনের হুল্লোড়। মুম্বইয়ে ছেলেমেয়ের সঙ্গে করিশ্মা কপূর।
|
৯০-এ পা দিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।
প্রবীণ এই
বিজেপি নেতাকে
শুভেচ্ছা জানাচ্ছেন বিজেপি
সভাপতি রাজনাথ সিংহ।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে। |
ছবি: পিটিআই। |
|
|
|