হিন্দুস্তান পেট্রোলিয়াম (এইচপি) ও ভারত পেট্রোলিয়ামের (বিপি) পরে এ বার কলকাতার পেট্রোল পাম্প থেকে পাঁচ কেজির রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি শুরু করল ইন্ডিয়ান অয়েলও (আইওসি)। কসবার কাছে ইএম বাইপাস সংলগ্ন পাম্পে সোমবার থেকে ওই সিলিন্ডার বিক্রি শুরু করেছে তারা।
কলকাতা-সহ দেশের ৫টি মেট্রো শহরে আইওসি, এইচপি ও বিপি-র নিজস্ব পেট্রোল পাম্পে গত ৫ অক্টোবর এই প্রকল্পের সূচনা করে কেন্দ্র। থিয়েটার রোড ও নিউ টাউনে এইচপি তাদের ২টি পাম্পে এবং আলিপুর ও রাজারহাটে বিপি ২টি পাম্পে এই পরিষেবা চালু করেছে। আই ও সি-র ডিজিএম (এলপিজি) রবীন্দ্রনাথ ঘোষ জানান, কসবায় গীতাঞ্জলি স্টেডিয়ামের কাছে তাঁদের পেট্রোল পাম্পে এই সিলিন্ডার বিক্রি হচ্ছে। প্রথম দিনে দু’জন ক্রেতা তা কিনেছেন। আগামী দিনে রাজারহাটে আরও একটি পাম্প থেকে এটি বিক্রির জন্য পেট্রোলিয়াম মন্ত্রকের অনুমোদন চেয়েছেন তাঁরা।
মূলত ঝঞ্ঝাট এড়িয়ে ন্যূনতম নথিপত্রের ভিত্তিতেই যাতে ক্রেতা সহজে রান্নার গ্যাস পেতে পারেন, সেই উদ্দেশ্যে এই প্রকল্পটি আনে কেন্দ্র। তাদের যুক্তি ছিল, বিশেষত তথ্যপ্রযুক্তি বা বিপিও-র মতো ক্ষেত্রে কাজের সূত্রে যাঁরা বাড়ি ছেড়ে ভিন্ রাজ্যে থাকেন, তাঁদের ১৪.২ কেজি-র বড় সিলিন্ডার সংযোগ পাওয়াটা সমস্যার। কারণ অনেকেরই বসবাসের স্থায়ী ঠিকানা থাকে না। আবার অনেক পড়ুয়া উচ্চশিক্ষার জন্য ভিন্ রাজ্যে গিয়ে মেস বা বাড়ি ভাড়া করে থাকলেও একই সমস্যা হয়। একটি পরিবারের মতো তাঁদের বেশি রান্নার গ্যাসের প্রয়োজন না-ও হতে পারে।
সে ক্ষেত্রে পাঁচ কেজি-র সিলিন্ডার কেনার সুবিধাগুলি হল:
• এ জন্য ন্যূনতম নথির প্রয়োজন হয়।
• দিতে হয় না ডিপোজিট বাবদ অর্থও।
• আগাম সিলিন্ডার ‘বুক’ করতে হয় না।
• সিলিন্ডার পেতে ডিস্ট্রিবিউটরের কর্মীর ভরসাতেও থাকতে হয় না।
• পাম্পগুলি অনেক বেশি সময় খোলা থাকায় নিজের সুবিধা ও প্রয়োজন মতো সেখানে গিয়ে সিলিন্ডার কেনা যায়।
তবে এর দাম ভর্তুকির সিলিন্ডারের চেয়ে অনেকটাই বেশি। |