পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের। মৃতেরা হলেন সুনীল লেট (৫৫), কাজী ফিরোজ আহমেদ (৩৯) ও সাইফুল শেখ (২০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কৃষি সমবায় সমিতিতে নৈশপ্রহরীর কাজ করতেন রামপুরহাট থানার ছাতমা গ্রামের বাসিন্দা সুনীলবাবু। বুধবার ভোরে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময়ে একটি লরি সুনীলবাবুকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দমকলকর্মীরা গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ রাস্তা পার হওয়ার সময়ে মহম্মদবাজারের গণপুরে বাসের ধাক্কায় মৃত্যু হয় সেকেড্ডাডাঙা পাড়ার বাসিন্দা সাইফুলের। অন্য দিকে, মঙ্গলবার দুপুরে ঝাড়খণ্ডের শিকারিপাড়া থানার পিনারগড়িয়া এলাকায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পাথর ব্যবসায়ী ফিরোজ আহমেদের। রামপুরহাটের ভাঁড়শালাপাড়া এলাকায় তাঁর বাড়ি।
|
অনার্স ও পাশ-এ সর্বোচ্চ নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানাল ময়ূরেশ্বর থানার মল্লারপুর টুরকু হাঁসদা লেপসা হেমব্রম কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবারের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপুরহাট মহকুমাশাসক রত্নেশ্বর রায়। কলেজের অধ্যক্ষ অমিত চক্রবর্তী বলেন, “যুব সাংসদ প্রতিযোগিতায় জেলায় আমাদের কলেজ দ্বিতীয় এবং ক্যুইজ-এ তৃতীয় স্থান পেয়েছে। ওই দুই প্রতিযোগিতায় যোগদানকারী পড়ুয়াদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে।”
|
দিদিকে খুন করার অভিযোগে ধৃত নাবালক ভাইয়ের একদিনের পুলিশ হেফাজত হল। বুধবার পুরুলিয়ার রঘুনাথপুর আদালত এই নির্দেশ দেয়। বয়স সংক্রান্ত নথি দেখাতে না পারায় বছর পনেরোর ওই কিশোরকে জুভেনাইল জাস্টিস বোর্ডে না পাঠিয়ে রঘুনাথপুর আদালতেই পাঠিয়েছিল পুলিশ। সোনবার রাতে পাড়া থানার তেঁতুলহেটি গ্রামে ঘটনাটি ঘটেছিল। রঘুনাথপুরের এসডিপিও কুন্তল বন্দ্যোপাধ্যায় বলেন, “বয়স সংক্রান্ত নথি দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।” |