গম বীজ বিলিতে পক্ষপাতের অভিযোগ
চাষিদের জন্য আসা গমের বীজ বণ্টন নিয়ে পক্ষপাত হচ্ছে। শুধু তাই নয়, সরকারি বীজ শাসকদলের নেতাদের ঘরে ভরা রয়েছে। এমনটাই অভিযোগ সারাভারত কৃষকসভার দুবরাজপুর শাখার (সিপিএমের কৃষক সংগঠন)। সম্প্রতি দুবরাজপুর ব্লকের বিডিওকে দেওয়া একটি স্মারকলিপিতে তারা এই অভিযোগের কথা জানিয়েছে। সংগঠনের সম্পাদক হায়দার আলি ও সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অরুণ মিত্রের দাবি, “অন্য বার বীজ ব্লক কৃষি দফতরে আসে। পঞ্চায়েত সমিতির অধীনে গঠিত স্থায়ী সমিতির সুপারিশক্রমে প্রতিটি পঞ্চায়েতের চাষিদের মধ্যে বিলি হয়। এ বার তেমনটা হয়নি। সিপিএম পরিচালিত গোহালিয়ারা পঞ্চায়েত এলাকার কোনও চাষি গমের বীজ পাননি। হেতমপুর, বালিজুড়ি, সাহাপুরের কিছু শাসকদলের নেতার বাড়িতে রয়েছে সেই বীজ।”
দুবরাজপুরের বিডিও কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, “এ বারও নিয়ম মেনে পঞ্চায়েত সমিতির সুপারিশক্রমে বীজ বিলি হয়েছে। তবে পঞ্চায়েত সমিতি ও কৃষি দফতর এ ব্যাপারে বেশি বলতে পারবে।” দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের তনুশ্রী ঘোষ অবশ্য সিপিএমের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “গমের যে বীজ এসেছিল পুরোটাই বালিজুড়ি পঞ্চায়েত এলাকায় দেওয়া হয়েছে। কারণ, এ বার পোকার আক্রমণে ধান চাষ চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই এলাকার কৃষকরা যাতে গম চাষ করে ক্ষতি কিছুটা পুরণ করতে পারেন, সে কথা মাথায় রেখে স্থায়ী সমিতি, বিডিও এবং ব্লক কৃষি দফতরের আধিকারিকের সঙ্গে অলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” ব্লকের কৃষি সম্প্রসারণ আধিকারিক গোঁসাইদাস বিশ্বাসও বলেন, “শুধুমাত্র কেন্দ্রীয় প্রকল্প, ‘পূর্ব ভারতে সবুজ বিপ্লব আনয়ন’-এর জন্যই এ বার গমের বীজ পাওয়া গিয়েছিল। (যে প্রকল্পে উন্নত পদ্ধতি চাষে কৃষি দফতরের পরামর্শ, ফসলের বীজ ও বীজ শোধনের উপকরণ-সহ অন্যান্য সাহায্য কৃষকেরা পেয়ে থাকেন) ১০০ হেক্টর জমিতে একটি প্রদর্শন ক্ষেত্র তৈরি হয়। যেহেতু ধান কাটার কিছু দিন আগে বাদামী পোকার আক্রমণ হয়েছিল বালিজুড়ি এলাকায় এবং প্রচুর চাষি ক্ষতিগ্রস্থ হয়েছিলেন। গম চাষে এ বার সেই প্রদর্শন ক্ষেত্র বালিজুড়ি পঞ্চায়েত এলাকার দশটি মৌজায় করা হচ্ছে। এক্ষেত্রে ‘থ্রি মেনস কমিটি’ (ব্লকের বিডিও, কৃষি আধিকারিক ও মহকুমা কৃষি আধিকারিক যিনি বিষয়বস্তুর বিশেষজ্ঞ) এবং পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির পরামর্শ মেনেই তা কারা হয়েছে। তবে গোহালিয়াড়া পঞ্চায়েত রবি শষ্য চাষের অন্যান্য বীজ পেয়েছে কি না এখনই বলতে পারব না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.