ইটভাটায় স্কুল খুলল কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
ইটভাটা শ্রমিকদের ছেলেমেয়েদের জন্য আরও একটি স্কুল চালু হল কালনায়। বুধবার নিভুজি বাজারের কোম্পানিডাঙা এলাকায় ভাগীরথী ইটভাটার উদ্যোগে শুরু হওয়া ওই স্কুলের উদ্ধোধন করেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু।ইটভাটা সূত্রে জানা গিয়েছে, প্রতিবারই বিহার, ঝাড়খণ্ড থেকে প্রচুর শ্রমিক ভাটায় কাজ করতে আসেন। বর্ষা পর্যন্ত এখানেই কাজ করেন তাঁরা। অনেকেই পরিবারও নিয়ে আসেন। কিন্তু তাঁদের শিশুদের পড়াশোনার কোনও সুযোগ থাকে না। অধিকাংশ শিশু হিন্দিভাষী হওয়ায় স্থানীয় স্কুলে ভর্তিও সম্ভব হয় না। তাঁদের জন্যই এই উদ্যোগ। ভাগীরথী ইটভাটা লাগোয়া একটি দ্বিতল ভবনে শ্রেণিকক্ষ তৈরি হয়েছে। ৫ থেকে ১০ বছর পর্যন্ত ৪০ জন ছাত্রছাত্রীদের প্রাথমিক ভাবে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়েছে। ইটভাটার তরফে পোশাক ও বই দেওয়া হয়েছে। ওই ভাটার মালিক মুমতাজ শেখ জানান, আপাতত দু’জন হিন্দিভাষী শিক্ষক নিয়োগ করা হয়েছে। পড়ুয়া বাড়লে শিক্ষক সংখ্যা ও পরিকাঠামো উন্নয়নের কথা ভাবা হবে। কালনা মহকুমা ইটভাটা অ্যাসোসিয়েশনের তরফে শিশির মিশ্র জানান, এই নিয়ে মহকুমায় তিনটি ইটভাটায় স্কুল চালু হল। শীঘ্রই বাকিগুলোতেও উদ্যোগ নেওয়া হবে।
|
ট্রেনে কাটা পড়ল হাত-পা
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
তাড়াহুড়োয় স্টেশনে নামতে গিয়ে ট্রেনের তলায় পড়ে হাত, পা কাটা গেল এক মহিলার। বুধবার কাটোয়ার পাটুলি স্টেশনে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্বস্থলীর লক্ষ্মণপুর গ্রামের বাসিন্দা স্বর্ণময়ী মণ্ডল এ দিন সিঙ্গি গ্রামে বাপের বাড়ি যাচ্ছিলেন। সঙ্গে তার দুই ছেলেমেয়েও ছিল। পাটুলি স্টেশনে ট্রেন ঢুকতেই ছেলে মেয়েকে নামাতে গিয়ে ট্রেনটি ছেড়ে দেয়। তাড়াহুড়ো করে নামতে গিয়ে লাইনে পড়ে যান স্বর্ণময়ীদেবী। বাঁ দিকের হাত ও পা কাটা যায় তাঁর। স্থানীয়রা তাঁকে কাটোয়া হাসপাতালে নিয়ে যান। পরে সেখান বর্ধমান মেডিক্যালে স্থানান্তর করা হয়।
|
শুরু হল ১৩ তম খালবিল ও চুনোমাছ উৎসব। বুধবার, বর্ধমানের পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের কোবলা গ্রামে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। ছিলেন জেলাশাসক সৌমিত্র মোহন। উৎসবের শেষ দিন আজ। শাপলা ফুল দিয়ে অতিথি বরণ করা হয়। মৎস্যজীবীদের দেওয়া হয় মাছ ধরার সরঞ্জাম। আলাদা একটি বোটে জেলাশাসক সস্ত্রীক এলাকা ঘুরে বলেন, “এখানে নতুন পর্যটনকেন্দ্র গড়ে তুললে স্থানীয় অর্থনীতি উন্নত হবে।” |