পুলিশ হেফাজতে ধনেখালির তৃণমূল নেতা কাজি নাসিরুদ্দিনের মৃত্যুর ঘটনার তদন্তে শাসক দলের স্থানীয় বিধায়ক অসীমা পাত্রকে ফের মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টা জেরা করল সিবিআই। তা ছাড়াও দীর্ঘ ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় নাসিরুদ্দিনের স্ত্রী মনুজা বিবি, দাদা কাজি সামসুদ্দিন এবং বন্ধু শেখ সাবিদ আলি ওরফে পল্টুকে। সিবিআই সূত্রের খবর, সোমবার কলকাতার লর্ড সিনহা রোডের অফিসে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে অসীমাদেবী সময় চেয়ে নিয়েছিলেন। মঙ্গলবার বিধায়ককে জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারী অফিসার বলবীর শর্মা ছাড়াও সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সুপারিন্টেন্ডেন্ট এস পি রাঠৌর এবং ডিজি পদমর্যাদার এক অফিসার উপস্থিত ছিলেন। ধনেখালিতে ঘাঁটি গেড়ে মনুজাদের সঙ্গে আগেও কথা বলেছিলেন তদন্তকারীরা। তবে, অসীমাদেবীকে পূর্ণ জেরা এই প্রথম। এক সিবিআই কর্তা জানান, এই পর্বের জেরা শেষ করে মঙ্গলবারই তাঁরা দিল্লি ফিরে যাচ্ছেন। জানুয়ারি মাসে ফের জিজ্ঞাসাবাদ-পর্ব চলবে। ধনেখালির কংগ্রেস নেতা বিভাস কুমার বলেন, “সিবিআইয়ের তদন্তে সুবিচার মিলবে বলে আমরা এখন যথেষ্ট আশাবাদী।”
|
সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল শ্রীশ্রীসারদামায়ের ১৬১ তম জন্মতিথি। মঙ্গলবার বাউড়িয়া রমেশ্বরনগর রামকৃষ্ণ সারদা আশ্রমের এই অনুষ্ঠানে এসেছিলেন বহু মানুষ। উপস্থিত ছিলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের মহারাজ স্বামী সত্যধর্মানন্দ, হাওড়া-হুগলি জুটমিলের মুখ্য নির্বাহী আধিকারিক অরিন্দম সিংহ রায়, শিক্ষক স্বপন পুরকাইত প্রমুখ। সকালে ছিল শিশুদের অঙ্কন প্রতিযোগিতা। এছাড়াও ছিল ভক্তিগীতি, ধর্মআলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বেবি পাড়ুই।
|
চার দিন পুলিশ হেফাজতে থাকার পরে মঙ্গলবার ফের চন্দননগর আদালতে তোলা হল সারদা কাণ্ডে অভিযুক্ত সাংসদ কুনাল ঘোষকে। ভারপ্রাপ্ত এসিজেএম পূর্বা কুণ্ডু তাঁর ১৪ দিন জেল হাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, শঙ্কর মান্না নামে চুঁচুড়ার এক যুবক সারদায় প্রায় ৭০ হাজার টাকা জমা রেখেছিলেন। কিন্তু টাকা ফেরৎ পাননি। কুণাল বলেন, “আদালতে আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। সওয়ালের সুযোগ পাচ্ছি না।” |