টুকরো খবর
শিক্ষককে গারদে পুরে জরিমানা পুলিশেরই
কোনও রকম লিখিত অভিযোগই ছিল না। তা সত্ত্বেও বর্ধমানের এক স্কুলশিক্ষককে দু’-দু’বার থানার লক-আপে আটকে রেখেছিল পুলিশ। সেই ঘটনায় এ বার বর্ধমান থানার আইসি দিলীপকুমার গঙ্গোপাধ্যায়ের ১০০ টাকা প্রতীকী জরিমানা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নির্দেশ দেন, আইসি-কে ওই শিক্ষকের বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে জরিমানার টাকা দিয়ে আসতে হবে। বর্ধমান সদরের বাসিন্দা ওই স্কুল শিক্ষকের নাম উৎপল দত্ত। স্ত্রীর উপরে নির্যাতন চালানোর অভিযোগে তাঁকে দু’বার ধরে নিয়ে যায় বর্ধমান থানার পুলিশ। কিন্তু উৎপলাবুর বিরুদ্ধে পুলিশের কাছে কারও কোনও লিখিত অভিযোগ ছিল না। পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেন উৎপলবাবু। বিচারপতি বর্ধমান থানার আইসি-র রিপোর্ট চান। আইসি এ দিনই সেই রিপোর্ট জমা দেন। লিখিত অভিযোগ ছাড়াই এক জনকে কী ভাবে লক-আপে আটকে রাখা হয়েছিল, রিপোর্টে তার সন্তোষজনক উত্তর না-পেয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি আইসি-র ১০০ টাকা প্রতীকী জরিমানা করেন। বিচারপতি রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে জানিয়ে দেন, লিখিত অভিযোগ ছাড়া কাউকেই গ্রেফতার করা যাবে না। এটা যেন সব থানাকে জানিয়ে দেওয়া হয়। জরিমানার ব্যাপারে প্রশ্ন করলে আইসি বলেন, “আমার কাছে এমন খবর নেই।” উৎপলবাবু বলেন, “আমি খুশি। আশা করি, পুলিশ আর আমাকে হেনস্থা করবে না।”

মন্দিরে চুরিতে গ্রেফতার তিন
পরপর তিনটি মন্দিরে চুরির ঘটনায় তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার গভীর রাতে মন্তেশ্বরের জয়রামপুর এলাকার একটি সেতুর কাছ থেকে ওই তিন জনকে ধরা হয়। ধৃতদের নাম, শ্রীকান্ত কর্মকার, লখা ধীবর ও সুকু দাস। সকলেরই বাড়ি বাঁকুড়ার সতীঘাট এলাকায়। এদের কাছ থেকে একটি পিস্তল, দু’রাউন্ড গুলি ও একটি ভোজালি উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই তিন জন এ দিনও ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। মঙ্গলবার ধৃতদের কালনা আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজত হয়। পুলিশ জানিয়েছে, জেরায় তিন জনেই স্বীকার করেছে তারা পুঁড়শুড়ি গ্রামের তিন মন্দিরে চুরির ঘটনায় জড়িত। ধৃতেরা জেরায় জানিয়েছে, রবিবার রাতে ছ’জনের একটি দল ওই তিন মন্দিরের তালা ভেঙে চুরি করে। ডাকাতির মালপত্র পরে এক জায়গায় ভাগ করে নেয় তারা। মহকুমা পুলিশের এক আধিকারিক জানান, শুধু বর্ধমান নয়, সাম্প্রতিক কালে বর্ধমান জেলা ও তার বাইরে নানা মন্দিরে চুরির ঘটনায় ওই দলটি যুক্ত। তাদের জেরা করে চুরির মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে। বেশ কয়েকটি থানাতেও তথ্য পাঠানো হয়েছে।

পুরনো খবর:

ভারত সংস্কৃতি উৎসব শুরু
শুরু হল সাত দিনের ভারত সংস্কৃতি উৎসব। আজ, বুধবার বর্ধমানের টাউনহলে ওই অনুষ্ঠান শুরু হবে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, দেশের ১৫টি রাজ্য ও বহু জেলা থেকে প্রায় হাজার প্রতিনিধি ও শিল্পকলাকুশলীরা এই উৎসবে যোগ দেবেন। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউক্রেন, পোলান্ড প্রভৃতি দেশের প্রতিযোগিরাও এতে যোগ দেবেন বলে উদ্যোক্তাদের দাবি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উৎসব চলবে।

ট্রাক্টর উল্টে মৃত্যু
ট্রাক্টর উল্টে মৃত্যু হল চালকের। সোমবার সন্ধ্যায় কাটোয়ার আখরা গ্রাম থেকে কিছুটা দূরে বেঙা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ওই চালকের নাম সঞ্জয় মহলদার (৩৪)। আখরা গ্রামেরই বাসিন্দা তিনি। এ দিন কাটোয়া-ব্যান্ডেল রেল লাইনের পাশে ট্রাক্টর দিয়ে জমি চষছিলেন সঞ্জয়বাবু। তখনই ট্রাক্টর উল্টে বিপত্তি ঘটে। ঘটনাস্থলেই মারা যান তিনি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.