কলেজ খোলার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ফের ক্লাস বন্ধ হয়ে গেল কাটোয়া কলেজে। এ দিন কাটোয়া পুরসভা মোড় থেকে শুরু করে পুরো কলেজ চত্বর পুলিশে ছয়লাপ ছিল। কলেজের মূল ভবনের পিছনে, হস্টেল মাঠে, কলেজ মাঠেও পুলিশ ছিল। এমনকী শহরের ডাকবাংলো রোড থেকে কলেজের পাশ দিয়ে যাতায়াতের রাস্তাটাও এ দিন বন্ধ করে দেয় পুলিশ। ফলে কলেজের পিছনের এলাকার বাসিন্দাদের ঘুরে বাড়ি যেতে হয় বলে অভিযোগ।
কিন্তু এত নিরাপত্তা কেন? কলেজ ও পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতি ও শুক্রবার কাটোয়া কলেজে ছাত্র পরিষদ ও টিএমসিপি-র মধ্যে গোলমাল হয়। হাতাহাতি থেকে ইটবৃষ্টি পর্যন্ত গড়ায় ঘটনাটি। বেশ কয়েকজন ছাত্র জখমও হয়। শুক্রবার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে সরব হন তৃণমূলের নেতারা। সোমবার পর্যন্ত সমস্ত ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
পরে সোমবার রাতে কলেজে নিরাপত্তা নিয়ে পুলিশের আশ্বাস পাওয়ার পরে মঙ্গলবার কলেজ খুলতে রাজি হন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। প্রাতঃবিভাগে মহিলাদের পাস কোর্সের ক্লাস হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাম্মানিক স্তরে ক্লাস হওয়ার পরে এ দিনের মতো ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার আর গুরুত্বপূর্ণ ক্লাস তেমন ছিল না। তাছাড়া পড়ুয়া সংখ্যাও কম ছিল। তাই কোনও ঝুঁকি না নিয়ে এই সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। পরে কলেজে শিক্ষক কাউন্সিলের বৈঠক হয়। পরিচালন সমিতি ও প্রশাসনের কর্তাদের সঙ্গেও কথা বলেন অনিন্দ্যবাবু। তিনি বলেন, “সাত দিনের জন্য কলেজ বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন পরিচালন সমিতির সদস্যেরা ও প্রশাসন। মহকুমাশাসক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।” |