স্কোরকার্ড বলছে, ওয়ান্ডারার্সের প্রথম টেস্ট ড্র হয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারদের সঙ্গে কথা বললে মনে হবে, স্কোর ভুল বলছে। ভারতই যেন ১-০ এগিয়ে গিয়েছে। অন্তত মানসিক ভাবে ভারতীয়রা যে ডারবানে এগিয়ে থেকে শুরু করবে, সে ব্যাপারে নিশ্চিত দক্ষিণ আফ্রিকার দুই প্রাক্তন মাখায়া এনতিনি এবং কেপলার ওয়েসেলস।
“কোহলি এবং পূজারা বুঝিয়ে দিয়েছে ওরাই ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ,” সোমবার বলছিলেন এনতিনি, “দু’জনের উপরই প্রত্যাশার প্রচুর চাপ ছিল। দু’জনেরই বিদেশের মাঠে টেস্ট খেলার বিশেষ অভিজ্ঞতা নেই। কিন্তু তা সত্ত্বেও দু’জনেই দেখিয়ে দিল ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে সিরিজের আগে যে সব কথাবার্তা হয়েছে, তা আঁস্তাকুড়ে ছুড়ে ফেলে দেওয়ার সময় হয়েছে।” |
এনতিনির চেয়েও উচ্ছ্বসিত শোনাচ্ছে ওয়েসেলসকে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক বলছেন, “কোহলিরা যে টেকনিক দেখিয়েছে, তা এক কথায় দুর্দান্ত। কী ভাবে বল ছাড়তে হয়, দেখিয়ে দিয়েছে ওরা। প্রথম টেস্টের আগে ভারত সে রকম প্র্যাকটিস পায়নি। কিন্তু ডারবান টেস্টের আগে পেয়ে গেল। ডারবানের উইকেট আর একটু সহজ হবে। আমি নিশ্চিত, ভারতীয় ব্যাটসম্যানরা ওখানে আরও ভাল খেলবে।”
দু’জনেই আরও মনে করছেন, ডারবানে কিন্তু স্পিনাররা কিছুটা হলেও সুবিধা পাবেন। কারণ, আগের থেকে কিংসমিডের উইকেট কিছুটা স্লো হয়ে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার বলছেন, “ডারবান টেস্টের আগে ভারতকে একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। ওরা একজন আক্রমণাত্মক স্পিনার খেলাবে, না রান আটকানোর মতো বোলার? নাকি দু’জন? ভারতের রিজার্ভ বেঞ্চে রবীন্দ্র জাডেজার মতো স্পিনার আছে। যে ব্যাটটা করতে পারে। আবার ব্যাটসম্যানদের আটকে রাখতে পারে। এর সঙ্গে কয়েকটা উইকেট পাওয়ার মতো ডেলিভারি ওর কাছ থেকে আশা করা যেতে পারে।”
ওয়েসেলসের বক্তব্য, “জো’বার্গে স্পিনাররা সে রকম সাহায্য পায়নি। কিন্তু ডারবানে পাবে। কিছুটা হলেও পাবে। ফলে দ্বিতীয় টেস্টে কিন্তু স্পিনারদের ভূমিকা কিছুটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভারত কিন্তু প্রথম টেস্টেই ছন্দ পেয়ে গিয়েছে। সেটা ওদের শেষ টেস্টে অনেক সাহায্য করবে।”
|