|
|
|
|
লড়াই ভয়ের রাজনীতির বিরুদ্ধে, দাবি রাহুলের |
সংবাদ সংস্থা • নয়াদিল্লি
২৩ ডিসেম্বর |
উত্তরপ্রদেশে একটি কিশোরকে প্রশ্ন করেছিলেন, বাড়ি ফিরছ না কেন। উত্তরে সে জানায়, ভয় করে। সদ্য মুজফ্ফরনগর ঘুরে আসা রাহুল গাঁধী আজ মুসলিম সম্প্রদায়ের নেতাদের জানালেন, এই ভয়ের বিরুদ্ধেই তাঁর লড়াই।
গত কাল অঘোষিত সফরে গোষ্ঠী সংঘর্ষে বিধ্বস্ত উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে যান। এখনও ওই এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস আর ভয়ের যে বাতাবরণ রয়েছে তা ফের দেখেছেন তিনি। মালাকপুর, ভার্নাউ, বার্নালি ও মাদ্রাসা দাভেদি খুর্দের শরণার্থী শিবিরে আশ্রিতরা এক কথায় জানিয়ে দিয়েছেন, তাঁরা বাড়ি ফিরতে চান না। কারণ, ভয়।
আজ দিল্লির জওহর ভবনে মুসলিম নেতাদের সঙ্গে আলোচনায় রাহুল জানিয়েছেন, যারা ভয়ের রাজনীতি করে তাদের বিরুদ্ধেই কংগ্রেসের লড়াই। ধর্মনিরপেক্ষ দেশে সমাজের কোনও শ্রেণিরই ভয় পাওয়ার কথা নয়।
কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার তৈরির আগে সংখ্যালঘু সম্প্রদায়ের মত জানার জন্য আজ এই বৈঠক ডাকা হয়েছিল। তাতে মুজফ্ফরনগরের গোষ্ঠী সংঘর্ষ ও ভয়ের পরিবেশই বড় অংশই জুড়েছিল। তবে রাহুলের কাছে জঙ্গি হামলায় অভিযুক্তদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট, সমান সুযোগ কমিশন তৈরির মতো নানা দাবি জানিয়েছেন মুসলিম নেতারা।
কংগ্রেস সূত্রে খবর, এ ক্ষেত্রে রাহুলের উদ্দেশ্য খুব স্পষ্ট। মুজফ্ফরনগরের ঘটনায় বিজেপি নেতারা গ্রেফতার হয়েছেন। গোধরা-পরবর্তী দাঙ্গার ভূতও এখনও লোকসভা ভোটে তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর পিছু ছাড়েনি। ফলে, নাম না করেও আতঙ্ক ছড়ানোর রাজনীতি দিয়ে মোদীকে আক্রমণ করতে চাইছেন তিনি। সংখ্যালঘু ভোট নয়, উদার হিন্দুরাও তাঁর এই ভূমিকার প্রশংসা করবেন বলে আশা কংগ্রেসের।
কিন্তু ইউপিএ সরকার যে মুসলিমদের দেওয়া বেশ কিছু প্রতিশ্রুতি পালন করতে পারেনি সে কথা আজ সাফ জানিয়েছেন মুসলিম নেতারা। প্রশ্ন উঠছে, কেবল ইউপিএ জমানা নয়, স্বাধীনতার পর বেশির ভাগ সময় ক্ষমতায় থেকেও কংগ্রেস কেন মুসলিমদের জন্য সমান সুযোগের ব্যবস্থা করতে পারেনি। কেন দূর হয়নি তাঁদের ভীতি।
কংগ্রেস নেতা সলমন খুরশিদের যুক্তি, তাঁরা অনেক কিছুই করার চেষ্টা করেছেন। কিন্তু সব কিছু কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকে না। সাম্প্রদায়িক হিংসা বিল নিয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি। এখন রাজ্যে সাম্প্রদায়িক উত্তেজনা হলে সব সময়ে হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্র। ওই বিল পাশ হলে প্রয়োজনে তা করতে পারবে কেন্দ্র।
রাহুল যা-ই বলুন, সংখ্যালঘুরা কতটা আশ্বস্ত হলেন তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। |
পুরনো খবর: বিকাশের কথা বলেও সেই খয়রাতির ফাঁদে রাহুল |
|
|
|
|
|