চলতি বছরের দুর্বলতা ঝেড়ে ফেলে নতুন বছর থেকে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়তে চান দাবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ।
রবিবার কলকাতায় এসে বলেও ফেললেন সে কথা। “চলতি বছরে যে সব ভুলত্রুটি হয়েছে তা সারিয়ে নতুন করে পারফর্ম করার জন্যই বেছে রেখেছি আগামী বছরকে। বেশ কিছু র্যাপিড চেস টুর্নামেন্টে খেলার পরিকল্পনা রয়েছে।”
সদ্য সমাপ্ত লন্ডন ক্লাসিক দাবা টুর্নামেন্টে গ্রুপ লিগে ভাল খেললেও নক আউটে হারতে হয়েছে ক্র্যামনিকের কাছে। তাও আবার সাদা ঘুঁটি নিয়ে খেলার সময়। যার কারণ হিসাবে আনন্দ এ দিন বললেন, “মুহূর্তের ধৈর্যচ্যুতিতে চালের গণ্ডগোল হয়ে যায়। আর সেখান থেকেই হার।” আর কার্লসেনের কাছে বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারের প্রসঙ্গ উঠতেই আনন্দ বলছেন, “বয়স এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে গিয়েছিল।” মধ্য চল্লিশের ভারতীয় গ্র্যান্ডমাস্টার তা হলে কী অবসরের দোরগোড়ায় উপস্থিত? শুনে আনন্দ বলছেন, “যতদিন পর্যন্ত দাবা খেলে আনন্দ পাব ততদিনই খেলে যাব। এখনও অবসরের কোনও চিন্তা নেই।” |
শহরে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন। ছবি: শঙ্কর নাগ দাস। |
এখানেই না থেমে আনন্দ আরও বলেন, “বয়স বাড়লেও জেতার খিদেটা এখনও মরেনি। সময় বলবে আগামী দিনে জয়ের অভ্যাসটা সাফল্যের সঙ্গে বজায় রাখতে পারব কি না। আমি সব সময়েই আশাবাদী।”
২৯ জানুয়ারি থেকে জুরিখে একটি টুর্নামেন্টে অংশ নেবেন। মার্চে রাশিয়ায় বসবে ক্যান্ডিডেটস দাবার আসর। যেখানে জিতলে ২০১৫ তে ফের বিশ্ব চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হওয়া যাবে বর্তমান বিশ্বসেরা নরওয়ের ম্যাগনাস কার্লসেনের। বদলার জন্য কি ক্যান্ডিডেটসে খেলবেন? আনন্দ জানাচ্ছেন, এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি।
ফিডে প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন গ্যারি কাসপারভ। এ দিন সে প্রসঙ্গ উঠলে আনন্দ বলেন, “প্রাক্তন খেলোয়াড়দের কেউ প্রশাসনে আসতেই পারেন। কিন্তু দেখতে হবে তিনি সেই কাজটা করতে পারছেন কি না।” |