জাহির খান বা বিরাট কোহলি দেশ-বিদেশ জুড়ে খেলার ফাঁকে স্বদেশীয় ক্রিকেট-প্রতিভা অন্বেষণ করছেন?
ভারতীয় ক্রিকেটে ব্যাপারটা কার্যত অসম্ভব, ভারতীয় টেনিসে নয়!
এখন থেকে মহেশ ভূপতি, রোহন বোপান্না আর সানিয়া মির্জা পেশাদার ট্যুরে বছরভর খেলার ফাঁকে যখনই সম্ভব ভারতীয় টেনিস প্রতিভা খুঁজে বের করবেন। এর জন্য তাঁরা দেশে থাকার সময় বাণিজ্যিক প্রচারের কাজ কমিয়েও বিভিন্ন শহরে স্পটার হিসাবে ঘুরবেন। রবিবার মুম্বইয়ে ভারতীয় টেনিস প্লেয়ারদের সংস্থা বা আইটিপিএ-র বৈঠকে এহেন যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইটিপিএ প্রেসিডেন্ট জয়দীপ মুখোপাধ্যায় বললেন, “এর জন্য ওই তিন প্লেয়ারকে নিয়ে একটা সাব কমিটিও তৈরি করেছি আমরা। মহেশ-সানিয়ারা যাদের স্পট করবে তাদের সমস্ত টেনিস-চর্চার ব্যাপারে সাহায্য করবে আইটিপিএ।” |
রবিবার মুম্বইয়ে টেনিস ক্লিনিকে লিয়েন্ডার পেজ। যিনি চল্লিশেও বলছেন, নিজের সার্ভিসের
উন্নতির জন্য খাটছেন। আর নিজেকে অনুপ্রাণিত করছেন, অ্যান্ডি মারের জন্য লেন্ডলের
ট্রেনিং শিডিউল, জকোভিচের ফিটনেস রেজিম দেখে। স্টেপানেককে নিয়ে পুরো ২০১৪
মরসুম ডাবলস খেলবেন জানালেও লিয়েন্ডারের খোঁচা, “অলিম্পিকেই নিজের ইচ্ছেতে সঙ্গী পাইনি,
সামনের এশিয়াডে তাই যাকে পাব তাকে নিয়েই খেলব দেশের হয়ে।” ছবি: পিটিআই। |
দেশজ টেনিস প্রতিভা খোঁজার কাজ আইটিপিএ যেন এ দিনই শুরু করে দিয়েছে। রবিবারই খার জিমখানার কোর্টে মুম্বইয়ের বিভিন্ন টেনিস সেন্টারের পঞ্চাশের বেশি শিক্ষার্থীকে নিয়ে ক্লিনিক করেন আইটিপিএ-র অন্যতম ভাইস প্রেসিডেন্ট লিয়েন্ডার পেজ। তাঁকে সাহায্য করেন বিষ্ণু বর্ধন, দ্বিবীজ শরণ, পূরব রাজা। জয়দীপ দাবি করলেন, “লিয়েন্ডার শনিবার আমাদের অনুষ্ঠানে থাকতে পারেনি। কিন্তু এ দিন ওর টেনিস ক্লিনিকটা হয়েছে পুরোপুরি আইটিপিএ-র ব্যবস্থাপনাতেই। ক্রিসমাসের জন্য পারিবারিক কাজে ব্যস্ত না থাকলে দু’দিনের টুর্নামেন্টেও খেলত ও।”
আইটিপিএ-র অর্থ তহবিল গড়তে বারো জুটির দু’দিনের ডাবলস টুর্নামেন্টের ফাইনাল খেলেন মহেশ-সাকেন মিনানি এবং বোপান্না-বিষ্ণু জুড়ি। প্রো-অ্যাম ডাবলসে খার জিমখানার চার সদস্যকে জুটি নিয়ে প্রদর্শনী ম্যাচ খেলেন মহেশ, বোপান্না, বিষ্ণু, পূরব। জয়দীপ আরও জানান, আইটিপিএ-র স্থায়ী ট্রেনিং সেন্টার বাছা হয়েছে হায়দরাবাদে সানিয়া মির্জার টেনিস অ্যাকাডেমিকে। বছরে দু’বার সেখানে দেশের সিনিয়র তারকা-উঠতি জুনিয়র প্লেয়ারদের নিয়ে সাত বা দশ দিনের অনুশীলন শিবির বসবে। তেমনই সংস্থার অর্থ তহবিল বাড়াতে বছরে দু’টো প্রদর্শনী টুর্নামেন্ট করবে আইটিপিএ। আপাতত পরের টুর্নামেন্টটা উইম্বলডনের পর জুলাইয়ে হবে ঠিক হয়েছে এবং খুব সম্ভবত হায়দরাবাদে। মুম্বইয়ে এ রকম প্রথম টুর্নামেন্টটা থেকে প্রত্যাশিত লাখ পনেরো মতোই আয় হয়েছে প্লেয়ারদের সংস্থার, বলে জানালেন প্রেসিডেন্ট জয়দীপ। |