চাহিদা ছিল অনেক দিন ধরেই। প্রত্যাশা মেটানোর চেষ্টাও হল। তবু কোথাও যেন একটা ছন্দপতন ঘটল। রবিবার সকাল থেকে মেট্রো চালু হওয়া সত্ত্বেও তাই কিছুটা হলেও হতাশ যাত্রীরা।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, রবিবারেও সকাল থেকে মেট্রো পরিষেবার সূচনা হয় এ দিনই। তবে মেট্রো সকাল থেকে চলল বটে, তবে আধ ঘণ্টা অনুযায়ী। স্টেশনে পৌঁছে তাই হতাশ হয়েছেন যাত্রীরা। বিশেষত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীরা। একটি ট্রেন মিনিট খানেকের জন্য মিস করে পরের ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে আধ ঘণ্টা। শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন কি না, সেই আশঙ্কা নিয়েই অনেকে উঠেছেন মেট্রোয়।
কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, প্রতি রবিবার সকাল ১০টা থেকে বেলা দুটো পর্যন্ত মেট্রো চলবে আধ ঘণ্টার ব্যবধানে। তার পরে ১৫ মিনিট অন্তর। প্রথম দফায় আধ ঘণ্টার ব্যবধান কেন? এ দিন সকালে এসপ্ল্যানেড স্টেশনে এক অনুষ্ঠানে তার কারণটা জানালেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তিনি বলেন, “পর্যাপ্ত চালক নেই। রয়েছে অন্যান্য কর্মীর সঙ্কটও। তাই রবিবার সকালে মেট্রো চলবে আধ ঘণ্টা অন্তর।” তবে কিছু দিনের মধ্যেই ওই সময়ের ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন অধীর।
রবিবারেও সকাল থেকে মেট্রো চালানোর জন্য দীর্ঘ দিন ধরেই আবেদন করে আসছিলেন যাত্রীরা। রেল মন্ত্রক এতদিন গা করেনি। |
মাস চারেক আগে সংসদীয় কমিটি রবিবার সকালে মেট্রো না চালানোর জন্য কর্তৃপক্ষকে ভর্ৎসনা করে। তার পরেই রেল বোর্ড রবিবারেও সকাল থেকে মেট্রো চালানোর সিদ্ধান্ত নেয়। মেট্রো কর্তৃপক্ষের প্রাথমিক বক্তব্য ছিল, রবিবার ছুটির দিনে সকালে পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে না। সেই বক্তব্য যে অমূলক, এ দিন সকালেই তার প্রমাণ পেয়েছেন তাঁরা। মেট্রো সূত্রের খবর, এত দিন রবিবার দুপুর দুটো থেকে ৮ ঘণ্টা মেট্রো চালিয়ে যাত্রী হত গড়ে ২ লক্ষ। এ দিন সকালে শুধু তিন ঘণ্টাতেই (১০টা থেকে ২টো) যাত্রী হয়েছে প্রায় ৫৫ হাজার। আধ ঘণ্টার বদলে ১৫ মিনিট অন্তর মেট্রো চললে যাত্রী-সংখ্যা আরও বাড়ত, বাড়ত আয়ও। গত সপ্তাহে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিলেন রবিবার, ২২ ডিসেম্বর থেকে সকাল ১০টা থেকেই পরিষেবা শুরু হবে। এবং মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। পরে সেই সিদ্ধান্ত বদলান কর্তৃপক্ষ।
সম্প্রতি ট্রেন ও মেট্রোয় টিকিটের দাম কিছুটা হলেও বেড়েছে। যাত্রীরা তাই পরিষেবা বাড়ানোর দাবি তুলেছেন। এ দিন সকালে আধ ঘণ্টা অন্তর মেট্রো চলায় যাত্রীরা ফের পরিষেবায় খামতি নিয়ে অভিযোগ করেন। বিষয়টি মাথায় রেখে রেল প্রতিমন্ত্রী এ দিন বলেন, “আমরা বলেছিলাম টিকিটের দাম বাড়ালেই চলবে না। পরিষেবাও উন্নত করতে হবে। সেই মতো রবিবার সকালের মেট্রো পরিষেবার মান কিছুটা হলেও বাড়ানোর চেষ্টা করা হল।” কিছু দিনের মধ্যে আরও ভাল পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও যাত্রীদের আশ্বস্ত করেন অধীরবাবু।
এ দিন মেট্রো পরিষেবা বাড়ানোর পাশাপাশি যাত্রী সুরক্ষায় দু’টি নতুন প্রযুক্তির উদ্বোধন করেন অধীরবাবু। একটি হল সুড়ঙ্গে চালকদের জন্য ‘মোবাইল ট্রেন রেডিও কমিউনিকেশন’ এবং অন্যটি রেললাইনের সিগন্যাল ও লাইনে বিশেষ শব্দ তরঙ্গ ব্যবহার করে (ডুয়েল ডিটেকশান থ্রু অডিও ফ্রিকোয়েন্সি ট্র্যাক সার্কিট) রেল লাইনের ত্রুটি নির্ণয়।
|