আবার সোনা উদ্ধার হল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার গভীর রাতে ব্যাঙ্কক থেকে তাই এয়ারওয়েজের উড়ানে চার যাত্রী নামার পরে শুল্ক অফিসারেরা তাঁদের থেকে চারটি সোনার বালা বাজেয়াপ্ত করেছেন। হরিয়ানা ও পঞ্জাবের বাসিন্দা ওই চার ব্যক্তি শার্টের তলায় লুকিয়ে ওই সোনার বালা হাতে পরে বিমানবন্দর দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। চারটি বালার মোট ওজন প্রায় ৫৫০ গ্রাম। আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। বালা বাজেয়াপ্ত করে ওই যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।
|
মাঠপুকুরে জমি দখলকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ল শাসক দলের দু’টি গোষ্ঠী। রবিবার বিকেলে প্রগতি ময়দান থানার মাঠপুকুরে একটি এলাকাকে ঘিরে গোষ্ঠী -বিরোধ মারামারি পর্যন্ত গড়ায়। আগে ওখানে সংঘর্ষের জেরে তৃণমূলের এক নেতার মৃত্যু হয়। তার পর থেকে তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতা তথা ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্ভুনাথ কাও জেলে। এ দিনের সংঘর্ষে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। সংঘর্ষে দুই গোষ্ঠীরই বেশ কয়েক জন জখম হন। রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
|
এ বছরের বাগুইআটি বইমেলার সূচনা হল রবিবার। মেলাটি এ বার চতুর্থ বর্ষে পা দিল। শীতের আমেজ মাখা সন্ধ্যায় বইমেলার উদ্বোধন করে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলে, “বড় বইমেলার পাশাপাশি ছোট ও আঞ্চলিক বইমেলা খুব উৎসাহব্যঞ্জক। এতে পাঠকদেরও উৎসাহিত করা হয়।” মেলাটিতে এ বার ২৫টি স্টল করা হয়েছে। আগামী রবিবার পর্যন্ত চলবে বাগুইআটি বইমেলা। |