অভিযুক্ত অফিসার
নিজস্ব সংবাদদাতা |
কর্মক্ষেত্রে যৌন হয়রানির অভিযোগ উঠেছে রেলের এক অফিসারের বিরুদ্ধে। অভিযোগ জমা পড়েছে ১৫ ডিসেম্বর নারকেলডাঙা থানায়। পুলিশ জানায়, ওই থানার অন্তর্গত রেল অফিসের এক মহিলা কর্মী অভিযোগে জানান, দীর্ঘ দিন ধরেই ওই অফিসার তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্য দিকে, এক মহিলার শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেফতার করা হল এক অটোচালককে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রাসবিহারী কানেক্টরের কাছে। ধৃতের নাম পাঁচু সাউ (৩০)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এক মহিলা কসবা থানায় অভিযোগ জানান, তিনি রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে অটোয় বাড়ি ফিরছিলেন। অন্য এক জন অটো চালাচ্ছিলেন। চক্রবর্তী পাড়ার কাছে অটো পৌঁছলে পাঁচু এসে ওই অটোচালককে নামিয়ে নিজেই চালাতে থাকে। অভিযোগ, সব যাত্রী নেমে গেলে পাঁচু ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ করে। শুক্রবার পাঁচুকে আদালতে তোলা হয়। |
জমি নিয়ে প্রস্তাব পুরসভার |
শহর থেকে খাটাল উচ্ছেদ হয়েছে আট বছর আগে। কিন্তু এখনও সরকারি নথিতে সেই জমি রয়েছে খাটাল হিসেবেই। তাকে ব্যবহারযোগ্য করে তুলতে রাজ্যের কাছে প্রস্তাব পাঠাল পুর-প্রশাসন। শুক্রবার পুরসভায় এ নিয়ে বৈঠক করেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। ছিলেন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার, অতীন ঘোষ, দেবাশিস কুমার, সুশান্ত ঘোষ, পুর কমিশনার খলিল আহমেদ সহ পদস্থ অফিসারেরা। দেবব্রতবাবু জানান, পুর-আইনে জলাভূমির জন্য পৃথক কর নেওয়ার কথা বলা নেই। ফলত জলাভূমিকে সাধারণ জমি হিসেবে ধরেই কর নেওয়া হত। এ বার জলাভূমিকে আলাদা করার প্রস্তাব পাঠানো হচ্ছে সরকারের কাছে। তার করের পরিমাণ সাধারণ জমির তুলনায় এক তৃতীয়াংশ কমানোরও প্রস্তাব দেওয়া হচ্ছে। এ ছাড়া, যাঁদের অনেক টাকা সম্পত্তিকর বাকি, তাঁদের বকেয়া জমা দিতে আবেদন জানানো হয়েছে। অন্যথায় তাঁদের সম্পত্তির ঠিকানায় নোটিস ঝোলানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। |
দু’টি পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। একটি ঘটেছে শুক্রবার সকালে, অন্যটি বৃহস্পতিবার রাতে। মৃতদের নাম প্রশান্তকুমার আদক (৫১) ও সাহেব হালদার (২১)। পুলিশ জানায়, শুক্রবার প্রশান্তবাবু মোটরবাইকে বিদ্যাসাগর সেতু দিয়ে আসছিলেন। আচমকাই তিনি পড়ে যান। পিছন থেকে একটি গাড়ি তাঁকে পিষে দেয়। অন্য দিকে, বৃহস্পতিবার রাতে কসবা থানা এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় সাহেবের। পুলিশ জানায়, হেঁটে ফেরার সময়ে পিছন থেকে একটি গাড়ি সাহেবকে ধাক্কা মারে। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চালক-সহ গাড়িটিকে আটক করেছে পুলিশ। ধৃত চালকের নাম সৌরভ ঘোষ। এ দিন আদালত সৌরভকে জেল হেফাজত দেয়। |
অবশেষে রবিবারেও সকাল থেকে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে কাল, ২২ ডিসেম্বর। সকাল সাড়ে ৯টায় এসপ্লানেড মেট্রো স্টেশনে এক অনুষ্ঠানে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। নতুন সূচি অনুযায়ী রবিবার সকাল ১০টা থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন মিলবে পাতাল রেলে। মন্ত্রী কাল মেট্রোর সুড়ঙ্গে চালকদের জন্য বিশেষ মোবাইল পরিষেবা এবং যাত্রী-সুরক্ষায় লাইনে ব্যবহৃত নতুন রেডিও সিগন্যালেরও উদ্বোধন করবেন। ওই দিনই সকাল ১০টায় শিয়ালদহ স্টেশনে দক্ষিণ শাখার মগরাহাট থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত ডবল লাইনের উদ্বোধন করবেন অধীরবাবু। |