|
|
|
|
বড়দিন কি কাটবে এমন গরমে, ভাবাচ্ছে ঘূর্ণাবর্ত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঘূর্ণাবর্তের জেরে পারদ আরও উঠছে দক্ষিণবঙ্গে। কলকাতায় এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা উঠে গিয়েছে স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি উপরে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আবহবিদদের পূর্বাভাস, আগামী কয়েক দিনও তাপমাত্রার এমন মেজাজ বজায় থাকবে। এ রকম চললে বড়দিনের ছবিটা এ বছর বদলে যেতে পারে, বলছেন আবহবিদরা। তাঁদের বক্তব্য, শীতকালে ঘূর্ণাবর্ত সৃষ্টি হলে তা উত্তুরে হাওয়ার পথে বাধা তৈরি করে। ফলে তাপমাত্রা বেড়ে যায়। ঘূর্ণাবর্তটি যত দিন স্থায়ী হয়, তত
দিন তাপমাত্রার এমন পরিস্থিতি
বজায় থাকে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আগের শক্তি নিয়ে শনিবারও মোটামুটি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এর ফলেই শীতের এমন অবস্থা। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকছে। বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। আকাশে ঢুকছে মেঘও। শনিবার দিনের বেশির ভাগ সময় কলকাতার আকাশ ছিল মেঘলা। আবহাওয়া দফতর জানাচ্ছে, কলকাতায় এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। বীরভূম, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলিতেও পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে ঘোরাফেরা করছে।
তা হলে কবে ফিরবে শীত? কেমন কাটবে বড়দিন? এ নিয়ে আবহবিজ্ঞানীদের কাছে কোনও নিশ্চিত জবাব নেই। উপগ্রহ-চিত্র বিশ্লেষণ করে তাঁরা জানান, আরও দিন দু’য়েক ঘূর্ণাবর্তটি শক্তি ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে।
ডিসেম্বরের শেষের দিকে জাঁকিয়ে শীত পড়া শুরু হয় রাজ্যে। মৌসম ভবনের তথ্য বলছে, গত দশ বছরে ডিসেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ারও নজির রয়েছে। ২০১২ সালেও এমনটা হয়েছিল। তৃতীয় সপ্তাহের শেষ থেকেই পারদের এই পতন শুরু হয় বলে আবহবিজ্ঞানীরা জানান। আবহাওয়া দফতর সূত্রের খবর, গত বছর তৃতীয় সপ্তাহের শেষ দিন অর্থাৎ ২১ ডিসেম্বর কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। তার পর থেকে দ্রুত নামতে থাকে। বড়দিনে তাপমাত্রা নেমে যায় ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে। হাড়-কাঁপানো ঠান্ডা নিয়েই যীশু-উৎসবে মেতেছিলেন রাজ্যবাসী। কম-বেশি একই পরিস্থিতি ছিল তার আগের কয়েক বছরেও। |
পুরনো খবর: ঘূর্ণাবর্ত-উচ্চচাপের সাঁড়াশিতে জব্দ শীত |
|
|
|
|
|