|
|
|
|
নির্বাচনের আগে দলে বিদ্রোহ, বেসামাল ফব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিপিএমের কাছে বাড়তি আসন চেয়ে যারা এ বার লোকসভা ভোটে ঝাঁপাতে চাইছে, প্রস্তুতির সময়ে সেই ফরওয়ার্ড ব্লকই ক্রমশ বেসামাল হয়ে পড়ছে দলের মধ্যে বিদ্রোহে!
দলত্যাগী নেতা সরল দেবকে ফিরিয়ে আনার চেষ্টার প্রতিবাদ এবং তাঁর অনুষ্ঠানে যাওয়ায় রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য নরেন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বেনজির বিদ্রোহ দেখা দিল ফ ব-র কেন্দ্রীয় কমিটিতে। কলকাতায় দলের রাজ্য দফতরে শনিবার কেন্দ্রীয় কমিটির বৈঠক বয়কট করলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর দুই গুরুত্বপূর্ণ সদস্য হাফিজ আলম সৈরানি ও উদয়ন গুহ। এর মধ্যে সৈরানি কলকাতাতেই আছেন, শুক্রবার কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর বৈঠকে গিয়েওছিলেন। কিন্তু দলের একাংশকে অন্ধকারে রেখে যে ভাবে সরলবাবুকে ফেরানোর চেষ্টা চলছে, তাতে ক্ষুব্ধ হয়েই এ দিন তিনি কেন্দ্রীয় কমিটিতে যাননি বলে ফ ব সূত্রের খবর। আর কোচবিহারের জেলা সম্পাদক উদয়নবাবু কলকাতায় আসেনইনি। এখানেই শেষ নয়। রাজ্য সম্পাদকের সাম্প্রতিক তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর কাছে একটি চিঠি দিয়ে এ দিন বৈঠক থেকে ওয়াক আউট করেছেন কেন্দ্রীয় কমিটির দুই সদস্য হরিপদ বিশ্বাস এবং মোর্তাজা হোসেন। আসন্ন লোকসভা ভোটে মোর্তাজারই বারাসত কেন্দ্রে প্রার্থী হওয়ার কথা।
বৈঠকের শেষ দিনে আজ, রবিবার সরল ও নরেন কাণ্ডে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে আনুষ্ঠানিক ভাবে তিন সদস্যের কমিটি গঠিত হওয়ার কথা। ওই সিদ্ধান্ত আজ শেষ পর্যন্ত অনুমোদিত হয়ে গেলে ২৮ ডিসেম্বর দলের রাজ্য কমিটির বৈঠকে ঝড় ওঠার সমূহ সম্ভাবনা। সঙ্কটে জেরবার ফ ব নেতৃত্বের কেউ এখন এই বিষয়ে মুখ খুলছেন না। |
|
|
|
|
|