|
|
|
|
টুকরো খবর |
দু’টি দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের
নিজস্ব প্রতিবেদন |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় শনিবার দুই জেলায় মৃত্যু হল তিন জনের। এ দিন রাতে হুগলির পোলবার মহানাদের কাছে একটি দুর্ঘটনায় প্রাণ হারান এক প্রৌঢ় ও সাত বছরের এক বালিকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পোলবা-পাণ্ডুয়া রোড ধরে একটি মোটরবাইকে যাচ্ছিলেন আবু তাহের মণ্ডল (৫৫) নামে ওই প্রৌঢ় এবং বালিকা। তাঁদের বাড়ি পোলবাতেই। একটি গাড়ির ধাক্কায় তাঁরা দু’জনেই বাইক থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। কিন্তু দেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ বাধা পায়। ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন পুলিশকে বেশ কিছু ক্ষণ ঘেরাও করে রাখে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ দু’টি ময়না-তদন্তের জন্য চুঁচুড়া হাসপাতালে পাঠানো হয়। অন্য দুর্ঘটনাটি ঘটে এ দিন সকালে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মার্টিন বার্ন রোডে রবীন্দ্রভবনের কাছে। পুলিশ জানায়, স্থানীয় মির্জাপুর রথতলা এলাকার বাসিন্দা, পেশায় রাজমিস্ত্রি ভোলা মণ্ডল (৪৮) সাইকেলে কাজে বেরিয়েছিলেন। একটি লরি ধাক্কা মারলে রাস্তায় ছিটকে পড়েন ভোলাবাবু। গুরুতর জখম অবস্থায় বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। লরিটি আটক করা হয়েছে। চালক ও খালাসি পলাতক। |
সরানো হল যুগ্ম সচিবকে |
শিল্প পুনর্গঠন দফতরের যুগ্ম সচিব অরুণ সিংহকে ‘কমপালসারি ওয়েটিং’-এ পাঠানো হল। শনিবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, দক্ষিণ ২৪ পরগনার বজবজে একটি চটকল পরিচালনার ব্যাপারে ‘অনৈতিক’ কাজের জন্য অরুণবাবুর বিরুদ্ধে এই পদক্ষেপ করা হল। পাবলিক এন্টারপ্রাইজেস দফতরের যুগ্ম সচিব রুনু ঘোষের হাতে শিল্প পুনর্গঠনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, বোর্ড ফর ফিনান্সিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন (বিআইএফআর)-এর পরামর্শ মেনে চটকলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে এক ব্যক্তিকে নিয়োগ করা হয়। অরুণবাবু গত মে মাসে ওই ডিরেক্টরকে বরখাস্ত করেন। শিল্পমন্ত্রী এ দিন জানান, সংস্থাটি পরিচালনার ব্যাপারে কোনও সিদ্ধান্তই তাঁকে জানানো হত না। অরুণবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকারি অফিসার হিসেবে প্রতিটি সিদ্ধান্তই মন্ত্রীকে জানিয়েছি। তবুও আমাকে সরানো হল।” |
|
|
|
|
|