|
|
|
|
সারদা-হাতিয়ারে রাজ্য, কেন্দ্রকে বিঁধলেন কারাট
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পশ্চিমবঙ্গ সরকার না চাইলেও প্রতিবেশী অসম ও ত্রিপুরা সরকার যে হেতু সারদা-কাণ্ডে সিবিআই তদন্ত চেয়েছে, তাই অবিলম্বে কেন্দ্রীয় সরকারের এ ব্যাপারে অনুমতি দেওয়া উচিত বলে মন্তব্য করলেন সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। রবিবার উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের এক জনসভায় কারাট বলেন, “কেন্দ্রীয় সরকার বহু দুর্নীতি করেছে। মানুষ তা জানেন। কিন্তু এ রাজ্যের একটি লগ্নি সংস্থা যে ১৫ হাজার কোটি টাকার কেলেঙ্কারি করেছে এবং তার ফলে ১৭ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, দেশের অনেকেই তা জানেন না।” কেন সারদার সম্পত্তি বাজেয়াপ্ত করে লগ্নিকারীদের টাকা ফেরানো হচ্ছে না, সে প্রশ্নও তোলেন কারাট। তাঁর কথায়, “এটি উভয়পক্ষের মিলিত ঘোটালা। সে কারণেই রাজ্য সরকার সিবিআই তদন্ত তো দূর অস্ত, ঠিকমতো তদন্ত করে দোষীদের শাস্তি এবং লগ্নিকারীদের টাকা ফেরত দিচ্ছে না।”
লোকসভা ভোটের আগে উত্তর ২৪ পরগনা জুড়ে সিপিএম জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে। এ দিনের ব্যারাকপুরের জনসভা ছিল সেই কর্মসূচিরই অঙ্গ। প্রথমে ঠিক ছিল আনন্দপুরীর মাঠে ওই সভা হবে। কিন্তু পুলিশ-প্রশাসনের অনুমতি শুক্রবার পর্যন্ত না মেলায় সভাস্থল সরানো হয় রেল স্টেশনের পাশে। সেখানে মঞ্চও বাঁধা হয়। কিন্তু এ দিন দুপুরে আনন্দপুরী মাঠের অনুমতি মেলায় তড়িঘড়ি সেখানে সভা স্থানান্তরিত করা হয়। অতীতে বুদ্ধদেব ভট্টাচার্য বা কারাটের সভায় যত ভিড় হয়েছে, এ দিন আনন্দপুরীর মাঠে তত লোক হয়নি। সিপিএমের জেলা সম্পাদক গৌতম দেবের দাবি, “হঠাৎ করে সভার স্থান পরিবর্তন করাতেই ভিড় কিছুটা কম হয়েছে। রেল স্টেশনের ধারে সভা হলে রাস্তা বন্ধ হয়ে যেত।” কারাট এ দিন খাদ্যপণ্য-সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে বলেন, “চার রাজ্যে কংগ্রেস যোগ্য জবাব পেয়েছে।” কেন তৃণমূল
সরকার এ রাজ্যে কালোবাজারি, মজুতদারদের বিরুদ্ধে এখনও কেন ব্যবস্থা নিচ্ছে না, সে প্রশ্ন তুলে কারাট বলেন, “তৃণমূল সরকারের অপদার্থতার জন্যই এ রাজ্যে জিনিসের দাম বাড়ছে।” সভায় বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও ছিলেন। |
পুরনো খবর: রাজনীতির অঙ্ক আর অর্থের সঙ্কটে কেন্দ্রকে চাপ মুখ্যমন্ত্রীর |
|
|
|
|
|