দিল্লিতে সরকার গড়ে কংগ্রেস বা বিজেপির চেয়ে আম আদমি পার্টি (আপ) আরও ভাল কাজ করে দেখাবে বলে দাবি করলেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের এই মন্তব্যের পরে দিল্লিতে আপের সরকার গড়া প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে দল সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়া।
দিল্লির বিধানসভা ভোটের পরে একা সরকার গড়ার অবস্থায় নেই কোনও দলই। সব চেয়ে বেশি আসন পেলেও বিরোধী আসনে বসার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আপের উপরে সরকার গঠনের চাপ বাড়ছে। আপকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। প্রথমে অন্য দলের সমর্থন নিয়ে সরকার গড়তে আপত্তি জানালেও পরে চাপে পড়ে সিদ্ধান্ত বদলের ইঙ্গিত দিতে শুরু করেন আপ শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল।
রাজধানীতে আম আদমি পার্টির (আপ) সরকার গড়ার পক্ষেই এখনও পর্যন্ত মানুষ রায় দিয়েছেন বলে জানান ওই দলের নেতা মণীশ সিসোদিয়া। সোমবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপ। তবে সরকার গড়ার সম্ভাবনাই প্রবল বলে মনে করা হচ্ছে।
গত কয়েক দিন ধরে এসএমএস ও চিঠির মারফত সরকার গঠন নিয়ে দিল্লিবাসীর মত জানতে চাইছে আপ। করা হয়েছে জনসভাও। দিল্লির বিভিন্ন এলাকায় গিয়েছেন আপ কর্মীরা। মণীশ সিসোদিয়া আজ স্বীকার করে নিয়েছেন, অধিকাংশ মানুষই সরকার গড়ার পক্ষে রায় দিয়েছেন
কিন্তু কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়লে পরে যদি তারা সমর্থন তুলে নেয়? কেজরিওয়ালের বক্তব্য, “আমরা জনস্বার্থে কোনও বিল আনলে তা যদি কংগ্রেস-বিজেপি সমর্থন না করে তবে মানুষের কাছে তাদের মুখোশই আরও এক বার খুলে যাবে।” অনেকের মতে, এটাই আপের পরিত্রাণ পাওয়ার পথ। সে ক্ষেত্রে আপ বলতে পারবে, তারা জনস্বার্থে কাজ করতে চেয়েছিল। কংগ্রেসই তা হতে দিল না।
|