ইম্ফলে দিল্লি পুলিশ
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি
|
নয়াদিল্লিতে একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্তের জন্য এক তরুণীকে জেরা করতে ইম্ফলে পৌঁছল দিল্লি পুলিশের অফিসাররা। ১৮ ডিসেম্বর দিল্লির বসন্তকুঞ্জ এলাকার একটি আবাসনের চারতলা থেকে পড়ে মৃত্যু হয় খুরশিদ আনওয়ার নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার র্শীষকর্তার। তাঁর বিরুদ্ধে মণিপুরের ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ ছিল।
|
লঙ্কা খেয়ে খেতাব
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
এক মিনিটে ২৬টি ভোট জলোকিয়া লঙ্কা খেয়ে মার্কিন মুলুকে পুরস্কার জিতলেন যোরহাটের তিতাবরের বাসিন্দা অনিন্দিতা দত্ত তামুলি। শুধু খেয়েই নয়, দু’চোখেও ওই লঙ্কা ঘষে সকলকে তাজ্জব করে দেন তিনি। ওয়াশিংটনে ‘স্ট্যান লি সুপার হিউম্যান’ প্রতিযোগিতায় এরপরই ‘সুপার হিউম্যান অব নর্থ ইস্ট’ খেতাব জিতে নেন অনিন্দিতা। পুরস্কার নিয়ে গত কাল অসমে ফেরেন তিনি। বিমানবন্দরে তাঁকে সম্বর্ধনাও জানানো হয়।
|
বাঁধের অনুমতি
সংবাদ সংস্থা • কাশ্মীর |
জম্মু-কাশ্মীরে কিষেণগঙ্গা নদীর উপরে বাঁধ তৈরির অনুমতি পেল ভারত। শনিবার এই বিষয়ে চূড়ান্ত রায় দেয় আন্তর্জাতিক সালিশি আদালত। ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অনুযায়ী সিন্ধুর পশ্চিম দিকের নদীগুলির অধিকার পেয়েছে পাকিস্তান। কিষেণগঙ্গা বাঁধ তৈরিতে আপত্তি জানায় তারা। কিন্তু সালিশি আদালত বলে, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীগুলির জলস্রোত ঘুরিয়ে দেওয়ার অধিকার ভারতের আছে। পরিবেশের খাতিরে কিষেণগঙ্গায় নির্দিষ্ট পরিমাণ জল সব সময়ে থাকতে হবে, নির্দেশ আদালতের।
|
বেশ কয়েক বছর ধরেই তাঁদের সম্পর্ক হিমশীতল। এ বার সম্ভবত সেই শীতলতা কাটতে চলেছে। সোমবার এক মঞ্চে দেখা যেতে পারে অমিতাভ বচ্চন এবং মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-এর প্রধান রাজ ঠাকরেকে। এমএনএসের শাখা সংগঠন নবনির্মাণ চিত্রপট সেনা সোমবার সম্মুখানন্দ হলে ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর উদ্যাপনের পরিকল্পনা করেছে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে অমিতাভকেও। এমএনএসের সহ-সভাপতি শালিনী ঠাকরে জানিয়েছেন, অনুষ্ঠানে আসবেন বলে কথা দিয়েছেন অমিতাভও। ২০০৮ সালে উত্তর ভারতীয়দের মহারাষ্ট্র ছাড়া করতে আন্দোলন শুরু করেন রাজ। তাঁর নিশানাই ছিল বচ্চন পরিবারও।
|
খুব অসহায় লেগেছিল, জানালেন সুনীল |
টোগোর জেলে বসে ছেলের মৃত্যুর কথা শুনে খুব অসহায় লেগেছিল বলে জানালেন ক্যাপ্টেন সুনীল জেমস। জলদস্যুদের সাহায্য করার অভিযোগে আফ্রিকার টোগোয় গ্রেফতার করা হয় ‘এম টি ওশান সেঞ্চুরিয়ন’ জাহাজের ক্যাপ্টেন সুনীল ও নাবিক বিজয়নকে। সুনীল টোগোর জেলে থাকার সময়েই মারা যায় তাঁর ১১ মাসের ছেলে। ভারত সরকারের চাপে শেষ পর্যন্ত মুক্তি পেয়ে শুক্রবার মুম্বইয়ে এসেছেন সুনীল। তিনি জানিয়েছেন, ছেলের সঙ্গে শেষ বার দেখা করতে চেয়েছিলেন তিনি। তাঁর আসার অপেক্ষায় এখনও শিশুটির শেষকৃত্য করেনি সুনীলের পরিবার।
পুরনো খবর: টোগোর জেল থেকে মুক্তি পেলেন নাবিক
|
২৩ বছরের বেশি সময় পরে মুক্তি পেলেন তামিলনাড়ুর ইতিহাসে সবচেয়ে বেশি দিন জেলে থাকা মহিলা পাক্কা ওরফে। ৫৫ বছরের পাক্কা এখন শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। একটি খুনের ঘটনায় ১৯৯০ সালে পাক্কাকে যাবজ্জীবন দেয় আদালত।
|
দিনদুপুরে এটিএম-এর গাড়ি থেকে টাকা লুঠ করল সশস্ত্র দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে ইটানগরে নিরজুলির নেরিস্ট এলাকায়। এটিএম-এ টাকা রাখতে গিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দু’জন কর্মী। সঙ্গে ছিলেন এক নিরাপত্তারক্ষীও। |