|
|
|
|
এটিএম হামলার দুষ্কৃতী অধরা, ছাড়া পেলেন জ্যোতি
সংবাদ সংস্থা • বেঙ্গালুরু
২১ ডিসেম্বর |
হামলার পর পার হয়ে গিয়েছে প্রায় এক মাসেরও বেশি সময়। কিন্তু এখনও গ্রেফতার হয়নি বেঙ্গালুরুর এটিএমের সেই হামলাকারী। যে ব্যাঙ্ক ম্যানেজারের উপরে হামলা চালানো হয়েছিল, সেই জ্যোতি উদয় দীর্ঘ চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন।
ওই ভয়ঙ্কর হামলার পরে জ্যোতির খুলি ভেঙে গিয়েছিল। এখনও জ্যোতির ডান দিক পঙ্গু। বাদ গিয়েছে নাকের বেশ কিছু অংশ। হাসপাতাল ছাড়তে রাজি হলেও চিকিৎসক জানিয়েছেন, পুরো সুস্থ হতে জ্যোতির আরও তিন মাস সময় লাগবে। তবে সাহসী ওই মহিলা এখন নিজে নিজে হাঁটতে পারছেন বলে তাঁর প্রশংসা করেছেন চিকিৎসকরা।
কিন্তু ঘটনার চার মিনিটের সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও দুষ্কৃতী কেন ধরা পড়েনি, প্রশ্ন জ্যোতির। তাঁর কথায়, “পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যত দেরি হবে, তত হামলাকারীকে ধরা মুশকিল হয়ে পড়বে। যদি সে দিন ট্র্যাফিক পুলিশও একটু সতর্ক থাকত, তা হলে হয়তো লোকটা তখনই ধরা পড়ত। কেন ট্র্যাফিক পুলিশের মনে হল না যে এটিএমের শাটার তিন ঘণ্টারও বেশি সময় ধরে কেন নামানো রয়েছে?”
জ্যোতি জানালেন, “১৯ নভেম্বর আমার সকালের শিফট ছিল। ওই সময়েই সাধারণত আমি এটিএমে যাই। সে দিনও গিয়েছিলাম। হঠাৎ দেখলাম এক জন ভিতরে ঢুকে শাটার নামিয়ে দিল। ভাবলাম, টাকা ভরতে ঢুকেছে। কিন্তু লোকটা বলল, ‘চিৎকার করবে না। না হলে মেরে ফেলব।’ আমি ভয় পাইনি। তাকে বললাম, মেয়ের স্কুলের মাইনে দিতে টাকা তুলছি। তখনই সে গলা টিপে ধরে। ছুরি দিয়ে মারতে থাকে আমায়। এর পরেই জ্ঞান হারাই আমি। পরে শুনেছি তিন ঘণ্টা ও ভাবেই পড়ে ছিলাম।”
যাঁরা তাঁকে সে দিন উদ্ধার করে অটোয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, জ্যোতি ধন্যবাদ দিয়েছেন সেই দুই ব্যক্তিকে। |
পুরনো খবর: রক্ষিহীন এটিএম অবিলম্বে বন্ধে সরকারি নির্দেশ |
|
|
|
|
|