পরিবেশ মন্ত্রক হারালেন জয়ন্তী

২১ ডিসেম্বর
দেরিতে হলেও পরিবেশ মন্ত্রকের দায়িত্ব থেকে সরলেন জয়ন্তী নটরাজন। লোকসভা ভোটের আগে দল ও সরকারে রদবদল করে সংগঠনকে চাঙ্গা করার সিদ্ধান্ত নিয়েছিল কংগ্রেস। পরিবেশ মন্ত্রকে পরিবর্তন সেই প্রক্রিয়ারই অঙ্গ বলে দলের তরফে দাবি করা হচ্ছে।
সরকারি সূত্রে খবর, প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ইচ্ছাতেই সরতে হয়েছে জয়ন্তীকে। বিভিন্ন প্রকল্পে ছাড়পত্র দিতে দেরি করছিল জয়ন্তীর মন্ত্রক। লগ্নি আটকে থাকায় অসন্তুষ্ট হন প্রধানমন্ত্রী। আপাতত পরিবেশ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তেলমন্ত্রী বীরাপ্পা মইলিকে।
কংগ্রেসের তরফে বলা হচ্ছে, দলে নেতা পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছেন রাহুল গাঁধী। প্রথমে রাজ্য, পরে কেন্দ্রীয় স্তরেও নেতৃত্ব বদল হবে। অভ্যন্তরীণ বিবাদও মেটানোর চেষ্টা করছেন রাহুল। সেই প্রক্রিয়ার অঙ্গ হিসেবে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও রদবদল হবে। জয়ন্তী সরেছেন। সচিন পায়লটকেও রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি করা হতে পারে। আজ সচিন জানান, তিনি দলের যে কোনও নির্দেশ মানতে তৈরি।
কংগ্রেস সূত্রে খবর, সংগঠনকে চাঙ্গা করতে জয়ন্তীকে দলে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। ফের দলীয় মুখপাত্রও করা হতে পারে।
কিন্তু শুধু এই কারণে পরিবেশ মন্ত্রক হারালেন জয়ন্তী? সরকারি সূত্রে খবর, বিষয়টি তা নয়। জয়ন্তীর মন্ত্রক বহু প্রকল্পের ছাড়পত্র দিতে দেরি করছিল। ফলে থমকে কোটি কোটি টাকার লগ্নি। পশ্চিমবঙ্গের নয়াচরে তাপবিদ্যুৎ প্রকল্পও এই ছাড়পত্রের অভাবেই আটকে। আজ বণিকসভা ফিকি-র সভায় সে সমস্যার কথা স্বীকার করেছেন রাহুল গাঁধীও। শিল্পমহল মনে করছিল, পরিবেশ মন্ত্রীর গদিতে বসে কার্যত পরিবেশ আন্দোলনকারী হয়ে উঠেছেন জয়ন্তী।
লোকসভা নির্বাচনের আগে অর্থনীতিকে চাঙ্গা করতে মরিয়া প্রধানমন্ত্রী পরিবেশ মন্ত্রকের দায়িত্ব থেকে সরাতে চাইছিলেন জয়ন্তীকে। বিশ্ব উষ্ণায়ন নিয়ে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’র সম্মেলনে জয়ন্তী ভারতের অবস্থানও সঠিক ভাবে তুলে ধরতে পারেননি বলে প্রধানমন্ত্রীর দফতর মনে করছিল।
কিন্তু প্রশ্ন উঠেছে, এত দেরি করে এই রদবদল করে কী লাভ হবে? কংগ্রেসের নেতারা স্বীকার করছেন, বিরাট কিছু লাভ হবে তা নয়। আবার সংগঠনে জয়ন্তীকে নিয়ে এসেও কী লাভ হবে, প্রশ্ন থাকছে। অতীতে ইন্দিরা গাঁধীর জমানায় সরকারে রদবদল করতে কামরাজ-পরিকল্পনা নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীকে নতুন করে সরকার ঢেলে সাজার সুযোগ দিতে সকলে সরে দাঁড়ান। তাতেও কিন্তু ভোটের ফল ভাল হয়নি।
কিন্তু আপাতত দল-সরকারে অদলবদলের কাজ থামাতে রাজি নয় কংগ্রেস হাইকম্যান্ড।

পরিবেশ ছাড়পত্রের নিয়ম বদলের ভাবনা

পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের অভাবে বড় মাপের বিদ্যুৎ কেন্দ্র গড়া আটকে না-থাকে, তা নিশ্চিত করতে নিয়ম বদলের কথা ভাবছে কেন্দ্র। শনিবার বণিকসভা ফিকি-র সভায় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, এ ধরনের প্রকল্পকে ছাড়পত্র দিতে সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে পরিবেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে। নয়া নিয়ম চালু হলে, কেন্দ্র বা রাজ্যের গড়িমসিতে সময় পেরিয়ে গেলে, প্রকল্প আপনেই ছাড়পত্র পেয়ে যাবে। বিদ্যুৎ মাসুল সংক্রান্ত আইন বদলের কথাও ভাবছেন তাঁরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.