টুকরো খবর
প্রায় দু’দশক পরে খুলছে রিংটং বাগান
প্রায় দু’দশক পরে খুলতে চলছে দার্জিলিং পাহাড়ের বন্ধ হয়ে থাকা রিংটং চা বাগান। বুধবার শিলিগুড়িতে যুগ্ম শ্রম কমিশনারের দফতরে একটি ত্রিপাক্ষিক বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, ১৭ বছর পর নতুন বছরে ২ জানুয়ারি বাগানটি খুলবে। এ দিন ত্রিপাক্ষিক বৈঠকে বৈঠকে যুগ্ম শ্রম কমিশনার মহম্মদ রিজওয়ান, মোর্চার দার্জিলিং, তরাই ডুয়ার্স প্ল্যান্টেশন লেবার ইউনিয়নের সদস্যরা ও মালিকপক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শ্রম দফতরের আধিকারিকেরা জানিয়েছেন, ৮৪০ একরের এই বাগান ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর থেকে বন্ধ ছিল। সেই সময় শ্রমিক অসন্তোষের কথা বলে মালিকপক্ষ বাগানটি বন্ধ করে দেন। শ্রমিকদের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষকে মারধর, কারখানায় ভাঙচুরের অভিযোগ ওঠে। তার পরে বহুবার বৈঠক হলেও বাগানটি খোলেনি। এ দিন ঠিক হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর আরেকটি বৈঠক হবে। সেখানে শ্রমিকদের বকেয়া মেটানোর প্রক্রিয়া চূড়ান্ত হবে। বন্ধ হওয়ার সময় বাগানটিতে ৯০০ জন শ্রমিক থাকলেও বর্তমানে ৩৩০ জন মত আছেন। তাঁরা কমিটি গড়ে নানা কেন্দ্রীয় প্রকল্পে কাজ করে সংসার চালান।

ঘেরাওয়ের ডাক কেপিপি’র
আগামী ৩০ ডিসেম্বর জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনারের দফতর ঘেরাও-এর ডাক দিল কামতাপুর পিপলস পার্টি। বুধবার শিলিগুড়ির শিবমন্দিরে দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অতুল রায় রায় জানান, কামতাপুর রাজ্য এবং ভাষার স্বীকৃতির দাবিতে ১৫ থেকে ২২ ডিসেম্বর, ফরাক্কা থেকে সঙ্কোশ অবধি সাইরেল র্যালির ডাক দেয় কেপিপি। সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসে ডিভিশনাল কমিশনারকে আবেদন করার পরেও অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, “এর প্রতিবাদেই আমরা ঘেরাও আন্দোলনের ডাক দিয়েছি।” তিনি জানান, আজ, বৃহস্পতিবার রাজ্যপাল, মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের কাছে ডিভিশনাল কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে স্মারকলিপি পাঠানো হচ্ছে সংগঠনের তরফে।

ধৃত ২ পাচারকারী
ইন্দোর থেকে তাঁদের জোর করে ধরে এনে শিলিগুড়ির সিঙ্গিং বারে বিক্রি করে দেওয়া হয়েছিল। শ্লীলতাহানিও করা হয়েছে অভিযোগ করেন তিন যুবতী। এই অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। মহম্মদ রুস্তম এবং সৌরজিত ঘোষ নামে ওই দুজনের বাড়ি যথাক্রমে জলপাইগুড়ির ক্রান্তি এবং উত্তর চব্বিশ পরগণার বেলঘরিয়ায়। তাঁদের বিরুদ্ধে নারী পাচার এবং শ্লীলতাহানির মামলা দায়ের করেছে পুলিশ।

সহবাসে গ্রেফতার
বিয়ের আশ্বাসে সহবাসের অভিযোগে ফেরার যুবককে মুম্বই থেকে গ্রেফতার করেছে রতুয়া থানার পুলিশ। চার মাস ফেরার থাকার পর বুধবার যুবককে রতুয়ায় নিয়ে আসা হয়। ধৃত সাদ্দাম হোসেন ৪ মাস আগে পড়শি কিশোরীর সঙ্গে সহবাসের পরও বিয়ে করতে রাজি না হওয়ায় পুলিশে অভিযোগ জানায় অন্তঃসত্ত্বা।

পাহাড়ে ফুটবল
দার্জিলিং পাহাড়ের নানা এলাকা থেকে কমবয়সী ফুটবলার বাছাই করতে আসরে নামল ভাইচুং ভুটিয়ার ক্লাব। ইউনাইটেড সিকিম ফুটবল ক্লাবের ওই উদ্যোগে সামিল হয়েছে দার্জিলিঙের ইউনাইটেড টাউন ভেটারেন্স ক্লাবও। সে জন্য দার্জিলিং ও কালিম্পঙে লিগ পর্যায়ের খেলার আয়োজন করেছে ক্লাব দু’টি। ক্লাব সূত্রের খবর, আজ, বৃহস্পতিবার থেকে দার্জিলিঙের নর্থ পয়েন্ট স্কুলের মাঠে লিগ ম্যাচ গুলি হবে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.