পেট্রোল পাম্প ধর্মঘটের হুমকি
সংবাদসংস্থা • চেন্নাই
১৮ ডিসেম্বর |
আগামী সপ্তাহে একদিনের জন্য দেশ জুড়ে ধর্মঘটে যাওয়ার হুমকি দিল পেট্রোল পাম্প মালিকদের সংগঠন কনসোর্টিয়াম অব ইন্ডিয়ান পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির একটানা জ্বালানির দাম বাড়ানোর প্রতিবাদেই ২৪ ডিসেম্বর ওই ধর্মঘটের হুমকি দিয়েছে তারা। তাদের অভিযোগ, তেলের দাম বাড়তে থাকায় দৈনন্দিন কাজ চালানোর ক্ষেত্রে অসুবিধায় পড়ছে পাম্পগুলি। ধর্মঘট হলে সে দিন দেশ জুড়ে বন্ধ থাকবে ৪০ হাজার পেট্রোল পাম্প।
|
• হর্ষ কুমার ভানওয়ালা নাবার্ড-এর চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন।
• মহেন্দ্র সিংঘি ডালমিয়া ভারত লিমিটেডের গ্রুপ সিইও (সিমেন্ট) নিযুক্ত হয়েছেন। |