সমকামী ছবি সরাল ফেসবুক, বিতর্ক
ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা সংবিধান বিরোধী নয়, সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণার পরই দেশ জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। আর তা থেকে বাদ পড়েননি বিদেশে থাকা ভারতীয়রা।
সোমবার শীর্ষ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন কানওয়ার অনিত সিংহ সাইনি নামে এক শিখ যুবক। ছবিটিতে কানওয়ার অনিতকে তাঁরই এক পুরুষবন্ধুর সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায়। ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই এক হাজার ছাড়িয়েছিল লাইকের সংখ্যা। ছবিটিকে আশি জন শেয়ার করেছিল। তার পরই শুরু হয় সমস্যা।
ফেসবুক কর্তৃপক্ষ অনিতকে একটি মেসেজ পাঠিয়েছিলেন। ছবিটি পোস্ট করে অনিত ফেসবুকের শর্তাবলি লঙ্ঘন করেছেন। তাই অনিতের ফেসবুক প্রোফাইলটি ১২ ঘণ্টার জন্য ব্লক করা হল। এবং পোস্ট করা ছবিটিও ডিলিট করছে ফেসবুক।
দুই প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী স্বেচ্ছায় সমকামী সম্পর্কে জড়ালে তা অপরাধ নয় বলে ২০০৯ সালে রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ নম্বর ধারাকে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের বিরোধী বলেছিল তারা। বুধবার সুপ্রিম কোর্ট সেই রায় খারিজ করে বলল, ৩৭৭ ধারা অসাংবিধানিক নয়। অর্থাৎ সমকামিতার উপরে ফের অপরাধের তকমা ফিরে এল।
এর পরই প্রতিবাদের ঝড় ওঠে ফেসবুকে। অনিত কিন্তু থেমে থাকেননি। তিনি তার পর টুইটার ও ইন্সতাগ্রামের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বেছে নেন। টুইটারে ওই একই ছবি পোস্ট করেন। এবং ফেসবুকের শর্তাবলির নিন্দায় সরব হন। অনিত কানাডার টরন্টো শহরের ডিজে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি গে। আর এর জন্য আমাকে অনেক কথাই শুনতে হয়। আমি যে ছবিটি পোস্ট করেছি তা সুন্দর। এতে কোনও অভব্যতা নেই।”
পরে অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন, ছবিটি তাঁরা ডিলিট করতে চাননি। ভুলবশত ছবিটি ডিলিট করা হয়ে গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.