শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির (এসজেডিএ) মামলায় রাজ্য সরকার সহ সমস্ত পক্ষকে হলফনামা পেশের নির্দেশ দিল হাইকোর্ট।
মঙ্গলবার বহু কোটি টাকার এই দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে সব পক্ষকে হলফনামা দিয়ে বক্তব্য জানানোর নির্দেশ দেন। কেন্দ্রীয় সরকারকেও হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া, মামলায় পৃথক ভাবে উল্লেখ থাকায় শিলিগুড়ির প্রাক্তন পুলিশ কমিশনার কে জয়রামন, রাজ্য পুলিশের ডিজি, এসজেডিএ-র চেয়ারম্যান ও সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকেও হলফনামা দিতে হবে। ফেব্রুয়ারি মাসে মামলাটির ফের শুনানি হওয়ার কথা।
সম্প্রতি এসজেডিএ-র দুর্নীতির সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে জনস্বার্থের একটি মামলা দায়ের করেন শিলিগুড়ি পুরসভার মেয়র পারিষদ (পূর্ত) তথা দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজয় ঘটক। আবেদনকারীর তরফে সওয়াল করেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও রবিশঙ্কর চট্টোপাধ্যায়। বিকাশবাবুর দাবি, “এই দুর্নীতির সঙ্গে রাজ্য সরকারের অনেকে জড়িত। তাই রাজ্য সরকার তদন্ত করলে সত্য ঘটনা প্রকাশিত হবে না।”
তদন্তে নিরপেক্ষতার অভাবের এই দাবি নিয়ে শাসক দল তৃণমূলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের প্রথম সারির নেতারা জানিয়েছেন, এসজেডিএ-তে বহু কোটি টাকা নয়ছয়ের অভিযোগ শুনে উদ্বিগ্ন হয়ে পুলিশে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।
মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসজেডিএ-র চেয়ারম্যানের পদ থেকে শিলিগুড়ির তৃণমূল বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্যকে অপসারণও করা হয়। এসজেডিএ-র বর্তমান চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব অবশ্য উচ্চ আদালতের এ দিনের নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। |