ব্যাঙ্ক ধর্মঘটে বন্ধ হতে পারে এটিএম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আজ ব্যাঙ্ক ধর্মঘটে এটিএম পরিষেবা ব্যাহত হতে পারে বলে দাবি ধর্মঘটী ইউএফবিইউ নেতাদের। বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, তাঁরা মঙ্গলবারই এটিএমে টাকা ভরে রেখেছেন। তবে সংশয় দেখা দিয়েছে বুধবার এটিএমের দরজা খোলা নিয়েই। যার কারণ হিসেবে এআইবিইএ সভাপতি রাজেন নাগর জানিয়েছেন, “নিরাপত্তা কর্মী-সহ ব্যাঙ্কের ঠিকা বা ‘কনট্রাক্ট’ কর্মীদের নিয়ে নতুন ইউনিয়ন করেছি। ফলে তাঁরাও ধর্মঘটে সামিল হবেন।” ইউএফবিইউ আহ্বায়ক নগেন্দ্রনাথ ভট্টাচার্যের অভিযোগ, “পুরনো বেতন চুক্তি ২০১২-র অক্টোবরেই শেষ হয়েছে। নতুন চুক্তি নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ উদাসীন। তাই এই ধর্মঘট।”
পুরনো খবর: ব্যাঙ্ক ধর্মঘটের ডাক
|
আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ব্যাঙ্ক পরিষেবার সম্পূর্ণ বেসরকারিকরণ প্রতিবাদে এবং দশম দ্বিপাক্ষিক চুক্তি রূপায়ণের দাবিতে আজ বুধবার দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালিত হবে। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলির ৯টি কর্মী সংগঠন মিলিত ভাবে এই ধমর্ঘটের ডাক দিয়েছে। সারা দেশে প্রায় ১০ লক্ষ ব্যাঙ্ককর্মী ধর্মঘটে যোগ দেবেন বলে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নসের দার্জিলিং জেলা কমিটি জানিয়েছে। গ্রামীণ এবং সমবায় ব্যাঙ্ক ছাড়া অন্য সব ব্যাঙ্ক বুধবার বন্ধ থাকবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
|
সোনা আমদানিতে নিয়ন্ত্রণ থাকছেই
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বৈদেশিক বাণিজ্যে ঘাটতির উপর কিছুটা রাশ টানা গেলেও বহাল থাকবে সোনা আমদানিতে নিয়ন্ত্রণ। অর্থ মন্ত্রক সূত্রের খবর, মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ এ বার প্রতি মাসে ঋণপত্র কেনার আর্থিক ত্রাণ প্রকল্প কমিয়ে আনবে বলে ইঙ্গিত মিলেছে। ভারতের আশঙ্কা, এর জেরে এ দেশে ফের কমবে ডলার প্রবাহ। ফলে আবার কমতে পারে টাকার দাম, বাড়তে পারে বাণিজ্য ঘাটতি। তাই স্বর্ণশিল্পের দাবি সত্ত্বেও উঠছে না নিয়ন্ত্রণ।
পুরনো খবর: বাজেটের আগেই সোনায় আমদানি শুল্ক বেড়ে ৬%
|
ব্রিটেনের বহুজাতিক টেস্কোর হাত ধরে ভারতে বহু ব্র্যান্ডের পণ্যের খুচরো ব্যবসায় প্রথম বিদেশি লগ্নি আসার সম্ভাবনা তৈরি হল। মঙ্গলবারই কর্নাটক ও মহারাষ্ট্রে দু’টি বিপণি খুলতে কেন্দ্রের সায় চেয়েছে তারা। ১১ কোটি ডলারের (৬৮২ কোটি টাকা) এই লগ্নি ভারতীয় সহযোগী টাটা গোষ্ঠীর সংস্থা ট্রেন্ট-কে সঙ্গে নিয়েই করতে চায় টেস্কো।
|
লাইফটাইম অ্যাচিভমেন্ট ব্রিজমোহন খেতানের |
মঙ্গলবার উইলিয়ামসন মেগর-এর চেয়ারম্যান ব্রিজমোহন খেতানের হাতে আইসিসি লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার তুলে দিলেন আইসিসি ক্যালকাটা ফাউন্ডেশনের ট্রাস্টি ও জেনারেল সেক্রেটারি রাখী সরকার। উপস্থিত বণিকসভাটির প্রেসিডেন্ট শ্রীবর্ধন গোয়েন্কা (বাঁ দিকে) ও আরপিজি এন্টারপ্রাইজেসের চেয়ারম্যান সঞ্জীব গোয়েন্কাও। |