টুকরো খবর
বিষাক্ত বীজ খেয়ে অসুস্থ প্রাথমিক স্কুলের পড়ুয়ারা
সিউড়ি হাসপাতালে অসুস্থরা।—নিজস্ব চিত্র।
বাদাম ভেবে বিষাক্ত ফলের বীজ খেয়ে অসুস্থ হয়ে পড়ল জনা কুড়ি স্কুল পড়ুয়া। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর ও হরিদাসপুর গ্রামে। অধিকাংশ শিশুকে সিউড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সুপার অসিত বিশ্বাস জানান, ভর্তি থাকা সকলের অবস্থা স্থিতিশীল। তবে নজরে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শিশুরা বক্রেশ্বর নিম্নবুনিয়াদি প্রাথমিক স্কুলে পড়াশোনা করে। এ দিন টিফিনের সময় বেশ কয়েকজন পড়ুয়া স্কুলের পিছনে থাকা বিষাক্ত গাছ থেকে বীজ পেড়ে সেগুলি বাদাম ভেবে খায়। বিকেল তিনটে নাগাদ স্কুল ছুটির পর থেকে কেউ কেউ বমি ও পায়খানা করতে শুরু করে। যত সময় গড়তে থাকে আক্রান্তের সংখ্যা বাড়তে দেখে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে সিউড়িতে কয়েক জনকে ভর্তি করানো হয়। আক্রান্ত চতুর্থ শ্রেণির পড়ুয়া হীরক দে-র দাদু বদ্যনাথ দে, দ্বিতীয় শ্রেণির শৌভিকের কাকু রানা চক্রবর্তী, তৃতীয় শ্রেণির রাজেশের বাবা প্রামোদ বাগদি বললেন, “স্কুল থেকে ফিরে এসে বেশ কিছুক্ষণ পর খেকেই বমি করতে থাকে আমাদের শিশুরা। পাশের বাড়ির অনেকেরই একই অবস্থা দেখে জিজ্ঞাসা করে জানতে পারি, ওরা বিষাক্ত বীজ খেয়েছে। কিন্তু স্কুলে থাকতে থাকতে শিক্ষকদের নজর এড়িয়ে ওরা কী ভাবে এই কাণ্ড করল বুঝতে পারছি না।” প্রধান শিক্ষক কল্যাণ আচার্যের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

সই জাল, উধাও টাকা
সই নকল করে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৬০ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল দুবরাজপুরে। যাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে বলে অভিযোগ, তিনি রাজনগরের দিঘিআগল গ্রামের বাসিন্দা সনাতন গড়াই। সনাতনবাবুর অভিযোগ, “দুবরাজপুরের গোকরুল গ্রামে শ্বশুরবাড়ি হওয়ায়, ওই রাষ্ট্রায়ত্ত ব্যঙ্কের শাখায় একটি অ্যাকাউন্ট খুলেছিলাম। গত ৩ ডিসেম্বর ওখানে ২৫ হাজার টাকা জমা করেছিলাম। সেখানে মোট ৬৬,৫৩৫ টাকা ছিল। শনিবার জানতে পারি টাকা নেই। ৩ ডিসেম্বরই কেউ ৬০ হাজার টাকা তুলে নিয়েছে। ব্যাঙ্কের গাফিলতিতেই এমনটা হয়েছে। ওই দিনই শাখা প্রবন্ধককে জানিয়েছি।” মঙ্গলবার তিনি দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। শাখা প্রবন্ধক গৌরচন্দ্র সরদার বলেন, “গ্রাহকের অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ব্যাঙ্কেরই। কিন্তু যে কোনও কারণেই হোক, এই ঘটনাটি ঘটেছে। যে পরিমান টাকা তুলে নিয়েছে, সেটা শীঘ্রই গ্রাহককে দিয়ে দেওয়া হবে। পাশাপাশি যে ব্যক্তি সই জাল করে ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, সিসি টিভির ফুটেজ দেখে তাকে সনাক্ত করতে পুলিশ-প্রশাসনের সাহায্য নেওয়ার জন্য ইতিমধ্যেই দুবরাজপুর থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।” তদন্ত শুরু করেছে পুলিশ।

তারাপীঠ পরিদর্শন
এলাকার সামগ্রিক উন্নয়নের বিষয়টি খতিয়ে দেখতে তারাপীঠ ঘুরে গেলেন সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) বিধান রায়ও। সোমবার বিকেলে তারাপীঠ পরিদর্শনের পরে দু’জনেই রামপুরহাটের মহকুমাশাসকের সঙ্গে তারাপীঠে বাস টার্মিনাসের অসম্পূর্ণ কাজ শেষ করা, জেলাপরিষদের ঘরবিলি, পৃথক গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, এলাকার পরিচ্ছন্নতা বাড়ানো, যানজট নিয়ন্ত্রণ-সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। বিকাশবাবু বলেন, “তারাপীঠ নিয়ে আমাদের বিশেষ ভাবনাচিন্তা আছে। সব প্রকল্পই বাস্তবায়িত হবে।”

কার্ড বিলি
মহম্মদবাজার, রামপুরহাট ১, নলহাটি ১, ও মুরারই ১ ব্লকের আদিবাসীদের অন্ত্যোদয় যোজনার কার্ড বিলি করল প্রশাসন। মঙ্গলবার খাদ্য সরবরাহ দফতরের জেলা নিয়ামক বাপ্পাদিত্য চন্দ্র বলেন, “চারটি ব্লকে টোকেন প্রোগ্রামের মাধ্যমে কিছু কার্ড প্রাপকদের বিলি করা হয়েছে। বাকি কার্ড পঞ্চায়েতের মাধ্যমে বিলি হবে। ওই চারটি ব্লকে মোট ৭৬ হাজারের বেশি কার্ড বিলি করা হবে।” এ দিন রামপুরহাট ১ ব্লকের শতাধিক ভূমিহীনকে ‘নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে’ পাট্টা দেওয়া হয়। বিএলআরও মহম্মদ মনিরুদ্দিন জানান, চলতি বছরে রামপুরহাট ১ ব্লকে ৫৪৮ জনকে মোট ২২ একর জমির পাট্টা দেওয়া হয়েছে।

গ্রেফতার বাবা
নিজের দশ বছরের নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল বাবা। রামপুরহাট পুরসভা এলাকার ঘটনা। ধৃতের নাম লাল শেখ। গত ১৩ ডিসেম্বর শ্যালক জামাইয়ের বিরুদ্ধে ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ করেছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ওই ব্যক্তি পালিয়ে গিয়েছিলেন। পুলিশ জানতে পারে, লাল শেখ সাঁইথিয়া এলাকায় লুকিয়ে রয়েছে। কোনও ভাবে পুলিশ তাকে রামপুরহাটে সক্ষম হয় এবং সোমবার রাতে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, জেরায় ধৃত ওই ব্যক্তি ধর্ষণের কথা স্বীকার করেছে। ডাক্তারি পরীক্ষায়ও নাবালিকাকে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

পুরনো খবর:

গাড়ি চুরি
ফের গাড়ি চুরির ঘটনা ঘটল নলহাটি শহরে। রবিবার রাতে নলহাটির ১০ নম্বর ওয়ার্ড থেকে এক ব্যবসায়ীর গাড়ি চুরি যায়। এর আগে নলহাটি পাথরকল পাড়া এলাকা থেকে একটি গাড়ি চুরি হয়েছিল। ফের একই ঘটনা ঘটনায় এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.