খুদেদের খেলা
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
বাঁকুড়া স্টেডিয়াম। —নিজস্ব চিত্র। |
জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল মঙ্গলবার, বাঁকুড়া স্টেডিয়ামে। ছিলেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, সর্বশিক্ষা মিশনের জেলা আধিকারিক অঞ্জন ঘোষ, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায়। ২৮টি বিভাগে ৩২২ জন যোগ দেয়।
|
প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • পুরুলিয়া |
হরিপদ সাহিত্য মন্দিরে সম্প্রতি ৩৪ তম জেলা দেহসৌষ্ঠব প্রতিযোগিতা হল। জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের এই প্রতিযোগিতায় ৪০ জন যোগ দিয়েছিলেন।
|
ময়ূরেশ্বরের লোকপাড়ায় ছবিটি তুলেছেন সোমনাথ মুস্তাফি। |
ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব আয়োজিত ৮ দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পারুলিয়া তরুণ সঙ্ঘ। তারা সাডেন ডেথে স্থানীয় বাবুইডাঙা মা মনসা ক্লাবকে হারায়। বাবুইডাঙার মোহন কোঁড়া ম্যান অফ দ্য ম্যাচ ও পারুলিয়ার শৈলেন কোঁড়া ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন। ক্লাবের প্রচলিত রীতি অনুযায়ী এলাকার দুই প্রাক্তন ফুটবলার জয়নারায়ণ সরকার এবং অতুলকৃষ্ণ ঘোষকে সংবর্ধনা জানানো হয়। ১৫ ডিসেম্বর স্থানীয় স্কুল মাঠে ওই খেলা হয়। মাঠে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ২ পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ কাজল আদিত্য, ঢেকা পঞ্চায়েতের প্রধান মিঠু গড়াই, উপপ্রধান মনিরুদ্দিন খান, প্রাক্তন সেনাকর্মী রাধাগোবিন্দ ঘোষ প্রমুখ। ক্লাবের ক্রীড়া সম্পাদক কেশব ভাণ্ডারী জানান, চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি-সহ ৯ হাজার ও ৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
|
পঞ্চায়েত যুব ক্রীড়া অউর খেল অভিযানে (পাইকা) জাতীয় তিরন্দাজি প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেল বীরভূমের ৪ ছেলেমেয়ে। আগামী ১৬ ফেব্রুয়ারি দিল্লিতে ওই প্রতিযোগিতা হবে। রাজ্য থেকে চার জন মেয়ে ও চার জন ছেলে তীরন্দাজিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। ওই উদ্দেশ্যে রাজ্য দল গঠনের জন্য ১৫ ডিসেম্বর সল্টলেকে সাঁই সেন্টারে বাছাই প্রতিযোগিতা হয়েছে। তাতে এই জেলা থেকে দু’জন ছেলে ও দু’জন মেয়ে যোগ দিয়েছিল। সেখানে ছেলেদের মধ্যে লাভপুরের কুরুম্বা মুকুন্দলাল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র সুকান্ত মেটে প্রথম ও লাভপুরের মুকুন্দলাল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র স্বস্কৃতি সূত্রধর দ্বিতীয় হয়েছে। মেয়েদের মধ্যে কুরুন্নাহার হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী আজিজা খাতুন প্রথম ও শ্রীজা দত্ত দ্বিতীয় হয়েছে। শ্রীজা বোলপুরের শিক্ষাসত্রে সপ্তম শ্রেণিতে পড়ে। সুকান্ত নিজের স্কুলের অনুশীলন করে। বাকিরা প্রশিক্ষণ নেয় লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনীতে। কোচ শেখ তপন ও জেলা তিরন্দাজি সংস্থার সম্পাদক তাপস হাজরা জানান, জেলার ছেলেমেয়েরা উন্নত পরিকাঠামো ও উপযুক্ত প্রশিক্ষণ পেলে আরও উন্নতি করতে পারবে।
|
ময়ূরেশ্বরের লোকপাড়া ধর্মরাজ সঙ্ঘের পরিচালনায় ১৭ ডিসেম্বর থেকে স্থানীয় কলেজ মাঠে শুরু হয়েছে নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। ২৪টি দল যোগ দিয়েছে। উদ্বোধনী ম্যাচে মুর্শিদাবাদের মাজিয়ারা ইয়ং স্টারের বিরুদ্ধে খেলে ঢেকা রাজা রামজীবন ক্রিকেট অ্যাসোসিয়েশন। উদ্যোক্তাদের তরফে সুকুমার ধীবর ও রাজীব বন্দ্যোপাধ্যায় জানান, উইনার্স ও রানার্স দলকে ট্রফি-সহ ৪০০১ ও ৩০০১ টাকা পুরস্কার দেওয়া হবে। |