আইএনটিইউসি-তে যোগ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রাজ্য জুড়ে যখন শাসক দলে যোগ হিড়িক লেগেছে, তখন উল্টো চিত্র রামপুরহাটে। সিটু ও আইএনটিটিইউসি ছেড়ে শতাধিক সদস্য আইএনটিইউসি-তে যোগ দিলেন। বৃহস্পতিবার রামপুরহাট শহরের একটি বেসরকারি কারখানার ঘটনা। সিটু ছেড়ে আইএনটিইউসি-তে আসা সাদরে আলম বলেন, “নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বকেয়া পাওনা মেটানোর ক্ষেত্রে মালিকপক্ষ টালবাহানা করছে। বুধবার এ নিয়ে আন্দোলন শুরু করার জন্য নেতৃত্বকে বলা হলেও আমরা তাঁদের পাশে পাইনি। ক্ষুব্ধ হয়ে সংগঠনের প্রায় দেড়শো শ্রমিক আইএনটিইউসি-তে যোগ দিয়েছেন।” একই দাবি তৃণমূলের সংগঠন ছেড়ে কংগ্রেসের শ্রমিক সংগঠনে যোগ দেওয়া মান্নান আলিরও। এ দিকে, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নবগৌরাঙ্গ দাস জানিয়েছেন, নেত্ৃত্বের কথা না শুনেই ওই শ্রমিকেরা সিটু প্রভাবিত শ্রমিকদের সঙ্গে যৌথ ভাবে আন্দোলন করেছেন। সিটু নেতা সঞ্জীব বর্মন বলেন, “ওরা ভুল বুঝে সংগঠন ছেড়েছেন। শীঘ্রই ফিরে আসবেন।” জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “শ্রমিকদের বিপদে পাশে আছি।”
|
নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বাবার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হল এক কিশোরী। শুক্রবার রামপুরহাট থানা এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এখনও পলাতক। এসডিপিও (রামপুরহাট) কোটেশ্বর রাও বলেন, “ওই নাবালিকার অভিযোগ পেয়েছি। যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখা ছাড়াও মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কিনা, তাও আমরা তদন্ত করে দেখছি।” এ দিনই পুলিশ ওই নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেছে। এ দিন দপুরে মা-হারা ওই কিশোরীকে তার মামা রামপুরহাট থানায় নিয়ে আসেন। তার মামা জানিয়েছেন, তিন বছর আগে অগ্নিদগ্ধ হয়ে ওই নাবালিকার মায়ের মৃত্যু হয়েছিল। তার পর থেকে বাবার সঙ্গেই তাঁর দিদির দুই মেয়ে ও এক ছেলে থাকত। তাঁর অভিযোগ, “বৃহস্পতিবার সন্ধ্যায় জামাইবাবু মদ খেয়ে ভাগ্নিকে মারধর করছে, এই খবর পেয়ে ওদের বাড়িতে ছুটে যাই। গিয়ে দেখি ভাগ্নি কাঁদছে আর বলছে, বাবা তাকে আর মারলে সে সব কথা জানিয়ে দেবে। পরে ভাগ্নি উদ্ধার করে নিয়ে এসে তার কাছ থেকে যৌন হেনস্থার বিষয়টি জানতে পারি।” পরে দিনই তিনি ভাগ্নি নিয়ে থানায় এসে অভিযোগ দায়ের করেন। পুলিশ পলাতক বাবার খোঁজ শুরু করেছে।
|
জন্ম শতবর্ষ পালন
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
জৈন ধর্মের তেরাপন্থী ধর্মসঙ্ঘের নবম আচার্য শ্রী তুলসীর জন্মের শতবর্ষ পালন করল সাঁইথিয়ার জৈন শেতাম্বর তেরাপন্থী সভা। শুক্রবার সংস্থার সভাপতি তিলক ভুড়া ও সম্পাদক রাজীব ছাজের বলেন, “শ্রী তুলসী ১৯৪৯ সালে অনুব্রত আন্দোলনের প্রবর্তন করেছিলেন। ছোট ছোট নিয়ম পালনের মাধ্যমে মানুষের চরিত্র নির্মাণের আদর্শ তিনি তুলে ধরেছিলেন।” বুধবার সাঁইথিয়া হাইস্কুলে ওই উপলক্ষে অনুব্রত অনুষ্ঠান শুরু হয়েছে। আজ, তার সমাপ্তি হবে।
|
মন্দিরের তালা ভেঙে বিগ্রহের গয়না চুরি গেল রামপুরহাট থানার নারায়ণপুর গ্রামে। বুধবার গভীর রাতে গ্রামের ইন্দ্রপাড়ার মনসা মন্দিরের ঘটনা। বৃহস্পতিবার সকালে সেবাইত পারুল মাল মন্দির পরিষ্কার করতে এসে দরজার তালা ভাঙা দেখেন। তদন্ত শুরু হয়েছে। |