নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
শবদাহ করে বাড়ি ফিরে অসুস্থ হয়ে মৃত্যু হল শ্মশানযাত্রীর। মঙ্গলবার রাতে রামপুরহাট থানার কুতুবপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আপেল মাল (৩২)। ওই গ্রামেই তাঁর বাড়ি। ঘটনায় তাঁর দশ সঙ্গীও অসুস্থ। তাঁদের মধ্যে ৭ জন বর্ধমান মেডিক্যালে এবং বাকিরা রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ওই দলটি এ দিন সন্ধ্যায় তারাপীঠে এক আত্মীয়ের শবদাহ করতে গিয়েছিলেন। দাহের পরে তাঁরা মদ্যপান করেন। তার পরে তারাপীঠেই খাওয়াদাওয়া সেরে বাড়ি ফিরেছিলেন। ফেরার ঘণ্টাখানেকের মধ্যে প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন। পেটে ব্যাথার সঙ্গে সঙ্গে তাঁদের বমি-পায়খানা শুরু হয়। পরিজনেরা তাঁদের রামপুরহাট হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতের দিকে এক যুবকের মৃত্যু হয়। ঘটনার পরে তারাপীঠের শ্মশানযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকেই অসুস্থ হওয়ার আশঙ্কায় হাসপাতালে চলে আসেন। রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির সদস্য ফরওয়ার্ড ব্লকের টনি শেখ বলেন, “অসুস্থ হওয়ার খবর পেয়ে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে ওই যুবকদের হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি। কিন্তু হাসপাতাল ঠিক মতো পরিষেবা দিতে পারেননি।” সুপার হিমাদ্রি হালদার বলেন, “কী হয়েছে, খোঁজ নিয়ে দেখছি।”
|