টুকরো খবর
টোলগেকে প্র্যাকটিসে আসতে বারণ করল ক্লাব
নতুন কোচ হিসাবে মহমেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও সঞ্জয় সেন এখনই মাঠে নামছেন না। ক্লাব কর্তাদের তিনি জানিয়ে দিয়েছেন, ৩০ ডিসেম্বরের পর কোচ হিসাবে মাঠে নামবেন তিনি। তত দিনে অবশ্য মহমেডানের আর এক বিতর্কিত চরিত্র টোলগে ওজবেরও ক্লাব ছেড়ে চলে যাওয়ার কথা। তাঁকে শো-কজ করার চিঠি হাতে নিতে চাননি টোলগে। শেষপর্যন্ত তাঁকে মেল করে চিঠি পাঠিয়েছে মহমেডান। এমনকী আজ, মঙ্গলবার থেকে টোলগেকে প্র্যাকটিসে না আসতে বলে দেওয়া হয়েছে। মহমেডান মাঠ সচিব কামারুদ্দিন বলেন, “টোলগেকে যখন ছেড়েই দেব, তখন আর প্র্যাকটিস করে কী লাভ? তাই আসতে বারণ করে দিয়েছি।” বুধবার এসে জোসিমার-লুসিয়ানোদের সঙ্গে কথা বলার ইচ্ছে আছে সঞ্জয় সেনের। পরিস্থিতি যা তাতে কলকাতা লিগের দু’টি ম্যাচে মাঠে থাকবেন না সঞ্জয়। প্রায় পনেরো দিন মহমেডানকে কোচিং করাবেন সহকারী কোচ ফুজা তোপে। সঞ্জয় বললেন, “ব্যক্তিগত কাজে কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, সেটা আমি কর্তাদের বলেছি। আই লিগে আর সুযোগ নেই। ফেড কাপই আমার কাছে এখন লক্ষ্য।”

পুরনো খবর:

দুর্ঘটনায় র‌্যান্টিরা
কল্যাণী থেকে প্র্যাকটিস সেরে ফেরার পথে দুর্ঘটনায় পড়লেন ইউনাইটেডের তারকা স্ট্রাইকার র‌্যান্টি মার্টিন্স। বেলা বারোটা নাগাদ বেলো রজ্জাকের গাড়িতে ফিরছিলেন র‌্যান্টি ও আর এক সতীর্থ হাসান। যশোর রোড ধরে আসার সময় এয়ারপোর্টের কাছে তাঁদের গাড়ি অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। চালকের আসনে ছিলেন বেলোই। গুরুতর চোট না লাগলেও জখম হয়েছেন তিন ফুটবলারই। ক্ষতিগ্রস্ত বেলোর গাড়িও।

সাসপেন্ড শিলিংফোর্ড
বেআইনি বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে ক্যারিবিয়ান অফস্পিনার শেন শিলিংফোর্ডকে সাসপেন্ড করল আইসিসি। মার্লন স্যামুয়েলসের দ্রুতগতিতে ছাড়া ডেলিভারির উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। ভারতে টেস্ট সিরিজের সময় দু’জনের বোলিং অ্যাকশনের রিপোর্ট জমা পড়েছিল। পরে পারথে তাঁদের বোলিং অ্যাকশন পরীক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

পুরনো খবর:

প্রসঙ্গ গীতিময়
তাঁকে রাখা হবে, না বাদ দেওয়া হবে? উইকেটকিপার গীতিময় বসু নিয়ে আপাতত বিভক্ত বাংলার টিম ম্যানেজমেন্ট। বাকি জুনিয়ররা উত্তরপ্রদেশ ম্যাচে ভাল করলেও গীতিময় খুব ভাল কিপিং করতে পারেননি। যা নিয়ে শোনা গেল বাংলা কোচ অশোক মলহোত্র ক্ষুব্ধ। তিনি নাকি চাইছেন গীতিময়কে বাদ রেখে তামিলনাড়ু ম্যাচে অন্য কাউকে আনতে। কিন্তু নির্বাচক কমিটি আবার চাইছে গীতিময়কেই রাখতে। বলা হচ্ছে, সমস্ত জুনিয়রের ক্ষেত্রেই ব্যাপারটা সমান হওয়া উচিত। আরও সুযোগ দেওয়া উচিত গীতিময়কে। এ দিকে, বাংলার শেষ রঞ্জি ম্যাচের কথা ভেবে পিছনো হল জে সি মুখোপাধ্যায় ট্রফি।

‘আবার কেকেআর কেন’
ইডেনে বাংলা বনাম উত্তরপ্রদেশ ম্যাচে কমেন্ট্রি বক্সে তিনিও ছিলেন। লক্ষ্মীর সেঞ্চুরি দেখেছেন। তিনিবিজয় দাহিয়া। আইপিএল সিক্স পর্যন্ত কেকেআরের সহকারী কোচ। শোনা যায়, দিনের পর দিন নাইট রাইডার্সের প্রথম এগারোয় লক্ষ্মীকে ব্রাত্য রাখার ব্যাপারে মুখ্য ভূমিকা তাঁরই ছিল। ইডেনে লক্ষ্মীর ইনিংস ও কেকেআর প্রসঙ্গ উঠতেই প্রায় আঁতকে উঠলেন দাহিয়া। বললেন, “আমি কমেন্ট্রি করতে এসেছি। লক্ষ্মী ম্যাচ উইনিং ইনিংস খেলেছে। এখানে আবার কেকেআর কেন?”

৩১ রানে শেষ সার্ভিসেস
মরসুমের সবচেয়ে কম রানে সার্ভিসেসকে উড়িয়ে দিল বরোদা। ৩১। মুনাফ পটেলের কেরিয়ার সেরা বোলিংয়ের দাপটে (৬-১৩) বরোদা জিতল ইনিংস আর ১৪৭ রানে। সার্ভিসেসের প্রথম ইনিংসে ১৯১-র জবাবে বরোদা করে ৩৬৯। তৃতীয় দিন ২-১ নিয়ে ব্যাট করতে নেমে দ্রুত গুটিয়ে যায় সার্ভিসেস। রঞ্জিতে সর্বনিম্ন স্কোরের তালিকায় সার্ভিসেস এখন ন’নম্বরে। এক নম্বরে তিন বছর আগে রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাদের ২১।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.