ললিত মোদী বনাম ভারতীয় ক্রিকেট বোর্ড লড়াই আবার শুরু হয়ে গেল।
রাজস্থান ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদে নির্বাচন লড়ার জন্য সোমবারই নিজের আইনজীবী মারফত মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোদী। আর সেই মনোনয়ন পত্র জমা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই আসরে নেমে পড়ল ভারতীয় বোর্ড। মোদীকে নির্বাচনে লড়তে দিলে রাজস্থান ক্রিকেট সংস্থাকেই (আরসিএ) সাসপেন্ড করে দেওয়া হবে বলে চিঠি পাঠিয়েছেন বোর্ড সচিব সঞ্জয় পটেল।
কয়েক মাস আগেই মোদীকে আজীবন সাসপেন্ড করে বিসিসিআই। কিন্তু তা সত্ত্বেও মোদী যে রাজস্থান ক্রিকেট সংস্থার হয়ে নির্বাচনে লড়ার সুযোগ পেয়েছেন, তার কারণ রাজস্থানের একটা বিশেষ আইন। মোদীর আইনজীবীর দাবি, আরসিএ যেহেতু রাজস্থান স্পোর্টস অ্যাক্টের আওতায় পড়ছে, তাই মোদীর নির্বাচনে লড়তে কোনও সমস্যা হবে না।
ভারতীয় বোর্ড অবশ্য এত সহজে মোদীকে ছাড় দিতে রাজি নয়। আরসিএ-র বর্তমান প্রেসিডেন্ট সিপি জোশীকে পাঠানো চিঠিতে বোর্ড সচিব লিখেছেন, “আমরা জেনেছি নাগার ক্রিকেট সংস্থা ললিত মোদীকে প্রেসিডেন্ট বেছেছে। আমরা মনে করিয়ে দিতে চাই, আরসিএ-সহ সব অনুমোদিত সদস্য বোর্ডের আইন মেনে চলতে বাধ্য। বিশেষ করে শৃঙ্খলারক্ষা জনিত আইন। বোর্ড থেকে বহিষ্কৃত কাউকে যদি আপনাদের জেলা সংস্থার পদাধিকারী হিসাবে রেখে দেওয়া হয়, তা হলে বিসিসিআই সদস্য হিসাবে পাওয়া যাবতীয় ক্ষমতা এবং অধিকার হারাবেন আপনারা। আপনারা বোর্ডের আইন মেনে চলুন এবং কী সিদ্ধান্ত নিলেন, সেটা জানান।”
মোদী নিজে এ দিন টুইট করে জানিয়েছেন, “হ্যাঁ আমি নির্বাচনে লড়ছি। আরসিএ-কে নতুন রাস্তা দেখানোর সময় এসেছে।” ঘটনা হল, এখন পর্যন্ত মোদীর বিরুদ্ধে কেউ মনোনয়ন পত্র জমা দেননি। যা পরিস্থিতি, তাতে কেউ দাঁড়ালেও মোদীর জয় প্রায় নিশ্চিত। ১৯ ডিসেম্বর ভোট। বুধবার নাম তুলে নেওয়ার শেষ দিন। বোর্ডের হুমকিতে এ বার কোনও কাজ হয় কি না, সেটাই দেখার। |