আর্জেন্তিনা বনাম আর্জেন্তিনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর মহারণে মুখোমুখি লিওনেল মেসির বার্সেলোনা এবং সের্জিও আগেরোর ম্যাঞ্চেস্টার সিটি। সে রকমই আরেকটা হাইভোল্টেজ লড়াই গতবারের চ্যাম্পিয়ন ‘রবারি’র (রবেন-রিবেরি) বায়ার্ন মিউনিখ বনাম ওয়েঙ্গারের আর্সেনাল। যাদের প্রধান শক্তি আবার এক জার্মান তারকা মেসুট ওজিল। চেলসির সঙ্গে আবার ‘রোম্যান্টিক রিউইনিয়ন’ হতে চলেছে প্রাক্তন চেলসি কিংবদন্তি দিদিয়ের দ্রোগবার। শেষ ষোলোয় যখন মোরিনহোর দলের মুখোমুখি দ্রোগবার গালাতাসারে। |
সোমবার চ্যাম্পিয়ন্স লিগ নক আউট ড্র-এর পর স্পেনের এক দৈনিক বলছে, আগেরো-ই আসল চিন্তা বার্সা বস জেরার্ডো মার্টিনোর। আর্জেন্তিনা দলে মেসির সতীর্থ স্ট্রাইকার ম্যান সিটির হয়ে চলতি মরসুমে ২০ ম্যাচে ১৯ গোল করেছেন। অনূর্ধ্ব কুড়ি আর্জেন্তিনা দল থেকে একসঙ্গে খেলে আসছেন মেসি-আগেরো। এত পুরনো সতীর্থরাই নব্বই মিনিটে হবেন শত্রু, তখন শেষ হাসি কে হাসে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। গত কয়েক ম্যাচে পেলেগ্রিনির দলের ইউএসপি হয়ে উঠেছে, ঘরের মাঠে বিপক্ষদের নাস্তানাবুদ করা। কখনও টটেনহ্যামকে ৬-০, কখনও আর্সেনালকে ৬-৩। আগেরো-নেগ্রেদোর দাপটে এখন এতিহাদ স্টেডিয়াম আতঙ্ক বিপক্ষ দলগুলোর কাছে। শেষ ষোলোর প্রথম পর্ব সেই এতিহাদে খেলতে হলেও বার্সা কোচ আশাবাদী। বলেছেন, “পেলেগ্রিনি খুব ভাল কোচ। ওদের দলে অনেক ভাল ফুটবলার আছে যারা ম্যাচের রং বদলাতে পারে। আগেরো ধারাবাহিক ভাবে গোল করে চলেছে। কিন্তু আমি জানি, ম্যান সিটিও খুশি নয়, কারণ ওদের সামনে বার্সেলোনা পড়েছে।” সিটি-র কোচ পেলেগ্রিনি আবার বলেছেন, “বার্সেলোনা দু’বছর আগের মতো এখন আর নেই।” |
তবে মেসির মতোই চোটের শিকার এখন আগেরো। আর্সেনালের বিরুদ্ধে পায়ের পেশিতে টান ধরেছিল তাঁর। ক্লাব চিকিৎসকের দল পরীক্ষা করার পরে রায় দিয়েছে, আগেরো প্রায় দেড় মাস খেলতে পারবেন না। যার মানে, এই মহারণে মেসি-আগেরো মুখোমুখি হবেন সদ্য চোট সারিয়ে উঠেই। গতবার কোয়ার্টার ফাইনালে বায়ার্ন ছিটকে দিয়েছিল আর্সেনালকে। এ বার আর্সেনাল ফুটবলাররা বদলা নিতে যে মুখিয়ে থাকবেন বলছেন বায়ার্নেরই ডিফেন্ডার জেরোম বোয়াতেং। “ড্র-তে সবচেয়ে কঠিন দল পেলাম আমরাই। গতবারের বদলা নিতে আর্সেনাল আরও বেশি তেতে থাকবে।” একজন কিন্তু খুশি কঠিন ড্র পেয়েও। পুরনো ক্লাব চেলসিতে ফেরার সুযোগ পেয়ে দ্রোগবা বলেছেন, “আমি সবচেয়ে ভাগ্যবান। দুটো ম্যাচই নিজের ঘরের মাঠে খেলব।” |
শেষ ষোলোয় মুখোমুখি |
ম্যাঞ্চেস্টার সিটি-বার্সেলোনা |
আর্সেনাল-বায়ার্ন মিউনিখ |
চেলসি-গালাতাসারে |
রিয়াল মাদ্রিদ-শালকে |
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-অলিম্পিয়াকোস |
প্যারিস সাঁ জাঁ-বেয়ার লেভারকুসেন |
এসি মিলান-আটলেটিকো মাদ্রিদ |
জেনিত-বরুসিয়া ডর্টমুন্ড |
প্রথম পর্ব ১৮-১৯ ফেব্রুয়ারি ও ২৫-২৬ ফেব্রুয়ারি |
ফিরতি ম্যাচ ১১-১২ মার্চ ও ১৮-১৯ মার্চ |
|