কংগ্রেসের শীর্ষ নেতারা ক’দিন ধরেই ইঙ্গিত দিচ্ছিলেন, লোকসভা ভোটে ঘুরে দাঁড়াতে সনিয়া গাঁধী অধিবেশন ডাকতে পারেন দলের। তার দিনক্ষণ আজ স্পষ্ট হতেই কংগ্রেসের মধ্যে থেকে জোরালো দাবি উঠল, ওই অধিবেশন মঞ্চ থেকেই রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে দিতে হবে। এক বছর আগে ঠিক যে ভাবে জয়পুরের অধিবেশনে দলের সহ-সভাপতি নিয়োগ করা হয়েছিল রাহুলকে। তাঁকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার দাবি দীর্ঘ দিন ধরেই রয়েছে দলে। কিন্তু এআইসিসি মঞ্চ থেকে তাঁর নাম ঘোষণার দাবি উঠল এই প্রথম।
কংগ্রেস সূত্রে আজ সকালেই জানানো হয়, ১৭ জানুয়ারি দিল্লিতে এক দিনের অধিবেশন হবে। তার আগে হবে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক। তার পরেই আজ কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠক করে মুখপাত্র প্রিয়া দত্ত বলেন, “শুধু দলের নবীন প্রজন্মের নেতারাই চাইছেন তা নয়, ওই অধিবেশনে রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার বিষয়ে কংগ্রেসে সর্বসম্মতি রয়েছে।”
সত্যিই কি শেষ পর্যন্ত কংগ্রেস অধিবেশন থেকে রাহুলের নাম ঘোষণা করা হবে? জবাবে দলের এক শীর্ষ সারির নেতা বলেন, “না-ও হতে পারে। সবই পরিস্থিতির ওপর নির্ভর করছে।” কংগ্রেসের অনেক বর্ষীয়ান নেতা চাইছেন, কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা না করে সনিয়ার নেতৃত্বে ভোটে যাওয়া হোক। মনমোহন সিংহের বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধিতার দায় রাহুল কেন নেবেন? এ যাত্রায় বিপর্যয় হলে, গাঁধী পরিবারের তরুণ নেতাটির ভবিষ্যৎ বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণীর মতোই হয়ে যেতে পারে। অথচ রাহুলের সামনে এখন অনেক সময় রয়েছে। পাল্টা যুক্তিতে তরুণ নেতারা অবশ্য বলছেন, রাহুলের নাম ঘোষণা করা আর না করার মধ্যে এখন ফারাকই বা কতটুকু রয়েছে! এরপরেও রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে ঘোষণা না করলে বিজেপি এও বলবে যে তিনি ভয় পাচ্ছেন। তাছাড়া নাম ঘোষণা করলে বর্তমান নেতিবাচক পরিস্থিতিতে দলের কর্মীরা কিছুটা উজ্জীবিত হবেন।
তবে রাহুল ঘনিষ্ঠ এক নেতার দাবি, আসলে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণার জন্য সনিয়া মোটেই অধিবেশন ডাকছেন না। মা-ছেলের এখন প্রধান উদ্দেশ্য, দেশ ও দলের মধ্যে এই বার্তা দেওয়া যে চার রাজ্যের ভোটে হেরেও কংগ্রেস কিন্তু ভয়ে গুটিয়ে যায়নি। আর তাই রোজ কিছু না কিছু ঘোষণা বা পদক্ষেপ করা হচ্ছে, যাতে দল খবরের শিরোনামে থাকতে পারে। অধিবেশনের দিনক্ষণের কথা আজ সেজন্যই কৌশলে দলীয় তরফে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আজ থেকে অধিবেশনের আগের দিন পর্যন্ত প্রতি দিন একটা না একটা পরিবর্তন হবে দলে।
রাহুল ওই ঘনিষ্ঠ ওই নেতার কথায়, অধিবেশন মঞ্চ থেকে রাহুল ভোটে লড়ার জন্য দলকে দিশা দেখানোর চেষ্টা করবেন। ছেলেকে প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে দেবেন কি না তা স্থির করবেন সনিয়াই। |