কাঞ্চননগরে তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধারের পরে মৃত মহিলার স্বামী এখনও অধরা। রবিবার সকালে দামোদরের বাঁধে ঝুপড়ি ঘরে একই বাঁশে দুই শিশু সন্তান-সহ কবিতা রঙ নামে ওই মহিলার দেহ শাড়ির পাড়ে ঝুলতে দেখেন এলাকাবাসী। কবিতাদেবীর পা মাটিতে ঠেকে থাকায় স্থানীয় বাসিন্দারা রবিবার সন্দেহ প্রকাশ করেছিলেন, তিন জনকে খুন করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পরে বর্ধমান থানার অনুমান, ঘুমন্ত অবস্থায় ছেলেমেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন মহিলা। মৃতার দাদা পরিমল মাল থানায় দায়ের করা অভিযোগে এমন সন্দেহের কথাই বলেছেন বলে জানায় পুলিশ। মৃতার স্বামী রামচন্দ্র রঙের বিরুদ্ধে বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ হয়েছে।
|
নবান্ন উৎসবকে ঘিরে দুই পাড়ার সংঘর্ষে জখম হলেন তিন জন। রবিবার রাতে মঙ্গলকোটের ভাল্যগ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন পশ্চিম পাড়া এবং সর্দার পাড়ার মধ্যে গোলমাল বাধে। পশ্চিম পাড়ার জখম তিনজনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার দিনভর তল্লাশি চালিয়ে পুলিশ সর্দার পাড়া থেকে চার জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে পাঁচটি বোমাও উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের সময় দু’পক্ষের মধ্যে বোমাবাজি হয় বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের আজ, মঙ্গলবার কাটোয়া আদালতে তোলা হবে।
|
ব্যাঙ্কের ঋণের টাকা আদায় করতে গিয়ে ধৃত সাত বাউন্সারকে পুলিশ হেফাজত থেকে জেল হাজতে পাঠাল পুলিশ। ইতিমধ্যে আলেমা বেগমের কানের দুল ও কিছু নগদ টাকা উদ্ধার করা গিয়েছে বলে তারা বর্ধমান আদালতে জানিয়েছে। গত ৯ ডিসেম্বর বর্ধমানের ভাঙাকুঠি এলাকায় ইউবিআই-এর ‘রিকভারি এজেন্ট’ হিসেবে ওই হাউন্সারেরা হানা দিয়েছিল। আলেমা বেগমের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাঁর গায়ের গয়না ও নগদ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। যদিও ব্যাঙ্কের তোলা ভিডিও ছবিতে ওই অভিযোগের প্রমাণ মেলেনি বলে অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেছেন। আগামী ২৩ ডিসেম্বর ধৃতদের ফের আদালতে হাজির করতে বলা হয়েছে।
পুরনো খবর: বাউন্সারের বাড়িতে টাকা |
এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সঞ্জীব বর্মা। দিন দুয়েক আগে সে ওই এলাকারই এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ দায়ের হয়েছিল।
|
কাটোয়া
বইমেলা। কাশিরাম দাস বিদ্যালয় প্রাঙ্গন। দুপুর ২ টা। উদ্যোগ: বইমেলা কমিটি। |