তৃণমূলে যোগ দিলেন নান্দাই পঞ্চায়েতের আরও দুই বাম সদস্য। রবিবার রাতে সমুদ্রগড়ে তৃণমূলের একটি সভায় দলে যোগ দেন সিপিআই-এর ঘুঘুডাঙা এলাকা থেকে নির্বাচিত জিন্নাতুন বিবি খাতুন। সোমবার যোগ দেন নান্দাই এলাকা থেকে নির্বাচিত সিপিএমের কাজল দাস।
রবিবার জিন্নাতুন বিবির সঙ্গে প্রায় ৮০ জন বিজেপি নেতা কর্মীও তৃণমূলে যোগ দেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের বর্ধমান জেলা সভাপতি স্বপন দেবনাথ। পূর্বস্থলী ১ ও কালনা ১ ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয় ওই দিন। স্বপনবাবু জানান, পূর্বস্থলী ১ ব্লকের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে নিশিকান্ত বিশ্বাসকে। নিশিকান্তবাবু এর আগে পূর্বস্থলী ১ ব্লকের বিজেপির সভাপতি ছিলেন। |
অন্য দিকে, দিন দশেক আগে তৃণমূলে যোগ দেওয়া কালনার নান্দাই এলাকার সেলিম শেখকে ব্লক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। স্বপনবাবু বলেন, “নতুন যে দু’জন দায়িত্ব পেলেন তাদের ব্যাপারে দুই ব্লকের ব্লক সভাপতিদের চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।”
এই নিয়ে নান্দাই পঞ্চায়েতের আট জন সদস্য তৃণমূলে যোগ দিলেন। ফলে ১৬ সদস্যের নান্দাই পঞ্চায়েতে তৃণমূলের সদস্য দাঁড়াল ১২। প্রধান, উপপ্রধান-সহ যে ৮ জন তৃণমূলে দলে যোগ দিলেন তারা এ দিন কালনা ১ ব্লকের বিডিও সব্যসাচী রায়চৌধুরীর কাছে ইস্তফাপত্র জমা দেন। তৃণমূল জেলা সভাপতির দাবি, পঞ্চায়েতের বেশির ভাগ সদস্যই তাদের দলে যোগ দেওয়ায় কংগ্রেস, সিপিএম কোনও দলই সদস্যপদ খারিজের আবেদন করতে পারবে না। কারণ সরকারি নিয়ম অনুযায়ী সদস্যপদ খারিজ করতে গেলে এক তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকতে হয়। |