প্রায় পাঁচ মাস পর প্রধান নির্বাচিত হল জামুড়িয়ার পরাশিয়া পঞ্চায়েতে। সোমবার সেখানে প্রধান নির্বাচিত হন তৃণমূলের লক্ষীনারায়ণ মণ্ডল। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ বার সাতটি আসনের পরাশিয়া পঞ্চায়েতে চারটি তৃণমূল ও তিনটি সিপিএম দখল করে। কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আটকে ছিল প্রধান নির্বাচন। তৃণমূলের চার সদস্যের মধ্যে দু’জন দলের জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য উদিপ সিংহ এবং অন্য দু’জন স্থানীয় তৃণমুল নেতা কল্যাণ ঘোষের অনুগামী হিসেবে পরিচিত। গত ১৯ অগস্ট ওই পঞ্চায়েতে প্রধান নির্বাচনের দিন কল্যাণ ঘোষের অনুগামী বলে পরিচিত সান্ত্বনা বাউরি লক্ষীনারায়ণ মণ্ডলের নাম প্রস্তাব করলে উদিপ সিংহের অনুগামী রাজমুনি যাদব পাল্টা সন্তোষ বাউরির নাম প্রস্তাব করেন। সে দিন প্রধান নির্বাচন ভেস্তে যায়। ৪ সেপ্টেম্বর আবার সান্ত্বনাদেবী লক্ষীনারায়ণবাবুর নাম প্রস্তাব করলেও সমর্থন না মেলায় প্রধান নির্বাচন হয়নি। সোমবার যুব তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ ঘটকের উপস্থিতিতে সান্ত্বনাদেবী আবার লক্ষীনারায়ণবাবুর নাম প্রস্তাব করলে সন্তোষবাবু তা সমর্থন করেন। প্রধান নির্বাচন না হওয়ায় এলাকায় নানা কাজ বন্ধ ছিল। এ বার সব পরিষেবা মিলবে বলে আশা এলাকাবাসীর। জামুড়িয়া ২ ব্লক তৃণমূল সভাপতি তাপস চক্রবর্তী বলেন, “দীর্ঘ দিন ধরে সমাধান চাইছিলাম। এ দিন তা সম্ভব হল।”
পুরনো খবর: কয়লার দ্বন্দ্বে প্রধান বাছাই আটকে, শিকেয় পরিষেবা
|
কন্যাভ্রূণ হত্যা বন্ধ করা উচিত শীর্ষক আলোচনা সভা আয়োজিত করা হল রূপনারায়ণপুরে। শনিবার একটি ক্লাব সংগঠনের রূপনারায়ণপুর শাখার উদ্যোগে আয়োজিত এই আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের কর্তা প্রবীর বন্দ্যোপাধ্যায়। প্রবীরবাবু বলেন, “এ দেশে সামাজিক, আর্থিক ও ধর্মীয় সমস্যার কারণেই প্রতিনিয়ত কন্যাভ্রূণ হত্যা করা হচ্ছে। পরিবারের লোকেরা যদি কন্যাদের ঠিক ভাবে লালন পালন করেন তবে তারাই একদিন দেশ ও সমাজের মুখ উজ্জ্বল করবে।” এ দিনের সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও কন্যাভ্রুণ হত্যার কুফল নিয়ে আলোচনা করেন। আলোচনা সভার শেষে কন্যাভ্রূণ হত্যা নিয়ে একটি শ্রুতিনাটকও অনুষ্ঠিত হয়।
|
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অভিমন্যু নুনিয়া। তাঁর বাড়ি আসানসোল উত্তর থানার পাঁচগাছিয়ায়। ধৃতের স্ত্রী অনিতা নুনিয়া তাঁর বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশে দায়ের করা অভিযোগে অনিতাদেবী জানিয়েছেন, পাঁচ বছর আগে তাঁর সঙ্গে অভিমন্যুবাবু বিয়ে হয়েছিল। রবিবার রাতে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া দেন তাঁর স্বামী।
|
কংগ্রেসের রানিগঞ্জ ব্লক সভাপতি অনল মুখোপাধ্যায়, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক সুধীর মাঝি-সহ কংগ্রেসের ৭০ জন নেতা-কর্মী সোমবার কলকাতার তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগ দিলেন। তৃণমূল সূত্রের খবর, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, ও কৃষিমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে তাঁরা তৃণমূলে যোগ দেন।
|
এক মহিলার সঙ্গে অশালীন আচরণের অভিযোগে আসানসোল উত্তর থানার শ্রীনগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সঞ্জীব বর্মা বলে পুলিশ জানিয়েছে। দিন দুয়েক আগে সে ওই এলাকারই এক মহিলার সঙ্গে অশালীন আচরণ করে বলে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল।
|
একশো দিনের কাজে আরও বেশি মানুষকে যুক্ত করার লক্ষ্য নিয়ে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি মিছিল হল সোমবার। উপস্থিত ছিলেন অন্ডাল পঞ্চায়েতের প্রধান রাজু রায়-সহ এলাকার অনেক মানুষ। |