মহকুমা লিগে বিদেশি ফুটবলার খেলানোয় চটেছেন জেলা ক্রীড়া সংস্থার কর্তারা।
গতকাল, রবিবার, কালনা মহকুমা লিগের খেতাব নির্ধারক ম্যাচে দীপালি সঙ্ঘের বিরুদ্ধে দুই নাইজেরিয়ান ফুটবলারকে মাঠে নামায় কালনা ১ ব্লকের হাটকালনা পঞ্চায়েতের রামেশ্বরপুর যুবশক্তি ক্লাব। মহকুমা লিগের ৫০ বছরের ইতিহাসে এর আগে কোনও বিদেশি ফুটবলার খেলেনি। ফলে গতকাল যখন দুই নাইজেরিয়ান ফুটবলারের নাম-সহ যুবশক্তি ক্লাব তাদের টিমলিস্ট জমা দেয় তখন প্রাথমিক ভাবে আপত্তি করেছিলেন মহকুমা ক্রীড়া সংস্থার কর্তারা। কিন্তু লিগের নিয়মে এলাকার বাইরে তিন জন ফুটবলার খেলানোর সুযোগ থাকায় শেষ পর্যন্ত দুই বিদেশি মাঠে নেমেছিল।
কিন্তু এই বিষয়ে আপত্তি তুলে সোমবার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক পীরদাস মণ্ডল বলেন, “মহকুমা লিগে বিদেশি খেলানো আইনত অবৈধ। অন্য জেলাতেও এর নজির নেই। ভবিষ্যতে এই ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক করে আমরা কালনা মহকুমা ক্রীড়া সংস্থাকে চিঠি দেব।” |
এ দৃশ্য আর হয়তো চোখে পড়বে না।—নিজস্ব চিত্র। |
বিদেশি না খেলানোর বিষয়ে একমত কালনা মহকুমা ক্রীড়া সংস্থা। মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক অমরেন্দ্রনাথ সরকার বলেন, “মাঝে মাঝেই রেফারিং-সহ নানা কারণে মাঠে ঝামেলা লেগেই থাকে। লিগের ম্যাচে পর্যাপ্ত পুলিশও পাওয়া যায় না। এর পর বিদেশি খেলানো শুরু হলে তাঁদের নিরাপত্তাজনিত প্রশ্ন থাকছে। এমনিতেই আমাদের সংস্থার লোকবল কম। এটা আমাদের পক্ষে বেশ ঝুঁকিপূর্ণ।” আগামী মরসুমের লিগ শুরুর আগেই বিদেশি না খেলানোর বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
যদিও জেলা মহকুমা ক্রীড়া সংস্থার এই মতের বিরুদ্ধে উঠে আসছে পাল্টা মত। মহকুমার বেশ কিছু ক্লাবের কর্তাদের মতে, মাঠে বিদেশি ফুটবলার খেললে মাঠে দর্শক আসে। বিদেশি ফুটবলারদের স্কিল দেখে স্থানীয় ছেলেরাও অনেক কিছু শিখতে পারে। লিগে প্রথম বার বিদেশি খেলানো রামেশ্বরপুর যুবশক্তির সম্পাদক আশুতোষ দাস বলেন, “স্থানীয় লিগে বিদেশি খেলানো হলে লিগের জৌলুষ বাড়বে বলেই আমাদের বিশ্বাস।”
তবে রবিবার রামশ্বরপুরের হয়ে যে দুই নাইজেরিয়ান খেলেন তাঁদের খেলায় অবশ্য দর্শকদের একটুও মন ভরেনি। অত্যন্ত নিম্নমানের ‘খেপ’ খেলা বিদেশির থেকে এলাকার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়া উচিত বলে জানাচ্ছেন মহকুমার বেশির ভাগ ফুটবলপ্রেমী। কলকাতা লিগে একসময় নিয়মিত রেফারিং করা হরিসাধন ঘোষ ও কালনা শহরের ফুটবলপ্রেমী দেবু বন্দ্যোপাধ্যায় বলেন, “শুধু লম্বা ও ভারী চেহারা দিয়ে ফুটবল হয় না। যদি বিদেশি খেলাতেই হয়, তাহলে তাঁর মানের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত। |