টুকরো খবর
মরসুমে প্রথম হাফসেঞ্চুরি সহবাগের
বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে চলতি মরসুমে নিজের প্রথম হাফসেঞ্চুরি পেলেন বীরেন্দ্র সহবাগ। বিদর্ভ বোলিং নিয়ে ছেলেখেলা করে মিঠুন মানহাসের (১০০) সেঞ্চুরির পাশে ৭২ বলে সহবাগের আত্মবিশ্বাসী ৫৬ দিল্লিকে ৪৪৮ রানের পাহাড় গড়তে সাহায্য করল। রোশনারা ক্লাবে পিচ নিয়ে গতকালের বিতর্কের পর এ দিন পিচ দেখতে মাঠে হাজির হন বোর্ডের চিফ কিউরেটর দলজিৎ সিংহ। তবে ১০১ রানের পার্টনারশিপ গড়ার পথে গ্রিন-টপ পিচের অসমান বাউন্স দারুণ ভাবে সামলান মিঠুন এবং সহবাগ। পাশাপাশি প্রথম শ্রেণির ম্যাচে এই প্রথম হাফসেঞ্চুরি করলেন আশিস নেহরাও। পাঁচ বাউন্ডারি ও চারটি ছক্কার সাহায্যে ৫৭ করেন প্রাক্তন ভারতীয় পেসার। নেহরা এবং দিল্লির উইকেটরক্ষক রাহুল যাদব (৮১) অষ্টম উইকেটে তোলেন ১২২ রান।

ছ’গোল খেয়েও নতুন চুক্তি
ম্যাঞ্চেস্টার সিটি-র কাছে হাফডজন গোল খাওয়ার পরের দিনই আর্সেনাল কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কোচ আর্সেন ওয়েঙ্গারের সঙ্গেই নতুন চুক্তি করবে। ‘মিরর’ সংবাদপত্রের খবর অনুযায়ী, গত এক মাস যাবত ওয়েঙ্গারের সঙ্গে আরও চার বছরের জন্য নতুন চুক্তি করতে চাইছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনালের ১৮ বছরের পুরনো বর্ষীয়ান কোচ ওয়েঙ্গার গতকাল ম্যাঞ্চেস্টার সিটি-র কাছে ৩-৬ হারার পরেই জানিয়েছেন, ২০১৭ পর্যন্ত তিনি কাজ চালাতে রাজি। এ দিকে, বার্সা অধিনায়ক পুয়োল অবসর নিতে চলেছেন বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদপত্র ‘দেপোর্তিভো’। ৩৫ বছর বয়সি পুয়োল দীর্ঘ দিন ধরে চলা ফিটনেস সমস্যায় ভোগার কারণে অবসরের কথা ভাবছেন।

পুরনো খবর:
হারলেন র‌্যান্টিরা
ইউনাইটেডে স্পনসর নেই, জয়ও নেই। রবিবার আই লিগে পুণে এফসি-র কাছে ১-২ হারলেন র‌্যান্টিরা। এ দিনও নাইজিরীয় স্ট্রাইকার তিনটি সুযোগ নষ্ট করেন। গোড়ার দিকেই রহমত মুস্তাফার জোড়া গোলে ২-০ এগোয় পুণে। দ্বিতীয়ার্ধে ইউনাইটেড ডিফেন্ডার হাসান ব্যবধান কমান। হতাশ কোচ এলকো ফোনে বললেন, “কী করা যাবে? আমরা ভাল খেলেছি। কিন্তু যারা গোল দেয় তারাই তো ফুটবলে জেতে।” আর্থিক অনটনে দলের মতোই কোচের ভবিষ্যৎ অনিশ্চিত। এলকো বলছেন, “২১ তারিখ স্পোর্টিং ম্যাচের পরে অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।”

আইপিএল নিয়ে জল্পনা
পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএল সেভেনে খেলানোর চেষ্টা চালাচ্ছে পাক ক্রিকেট বোর্ড। পাশাপাশি পাক বোর্ডের তরফে এও জানানো হয়েছে, একমাত্র ভারত সরকারের সবুজ সঙ্কেত পেলে তবেই আইপিএল খেলতে পারবেন মিসবা-আফ্রিদিরা। পাক বোর্ডের ভারপ্রাপ্ত কর্তা নাজাম শেঠি বলেন, “আমি শ্রীনিবাসনের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন, এই ব্যাপারে সিদ্ধান্ত ভারত সরকারই নিতে পারে।” এ দিন আবার জল্পনা ছড়ায় আইপিএল সেভেন চলে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। আর আইপিএলের নিলাম হবে সিঙ্গাপুরে। এ নিয়ে অবশ্য ভারতীয় বোর্ডের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্টেডিয়ামে দুর্ঘটনা চলছেই
ক’দিন আগেই শেপ ব্লাটার কথা দিয়েছিলেন ব্রাজিল বিশ্বকাপের স্টেডিয়ামে আর দুর্ঘটনা হবে না। কিন্তু শনিবারই মানাউস এরিনায় এক দুর্ঘটনায় এক নিমার্ণ কর্মী মারা গিয়েছেন। অ্যামাজন জঙ্গল লাগোয়া এই মাঠে ১৫ জুন ইংল্যান্ড-ইতালি ছাড়া বিশ্বকাপের আরও তিনটি ম্যাচ হবে। বছর বাইশের ওই নির্মাণ কর্মী হঠাৎ কেবল ছিঁড়ে স্টেডিয়ামের ছাদ থেকে প্রায় ১১৫ ফুট নীচে পড়েন। সপ্তাহ দু’য়েক আগে সাও পাওলো স্টেডিয়ামের একাংশ ভেঙে পড়ায় দু’জনের মৃত্যু হয়েছিল।

পুরনো খবর:

অনির্বাণ থামলেন চারে
তাইল্যান্ড গল্ফ চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডে কিছু সহজ পাট ফস্কানোর মূল্য দিয়ে চতুর্থ স্থানে শেষ করলেন ভারতের অনির্বাণ লাহিড়ী। গতকাল যুগ্ম দ্বিতীয় স্থানে থাকা অনির্বাণ টুর্নামেন্টে এ দিনই প্রথম আন্ডার পার স্কোর করতে পারলেন না। শেষ রাউন্ডে ৭৩ করায় তাঁর মোট স্কোর দাঁড়ায় ১৩-আন্ডার ২৭৫। সেখানে ২২-আন্ডার ২৬৬ করে ট্রফি নিয়ে গেলেন স্পেনের সার্জিও গার্সিয়া। দ্বিতীয় স্থানে বিশ্বের তিন নম্বর, হেনরিক স্টেনসন। গগনজিৎ ভুল্লার শেষ করলেন যুগ্ম দশ নম্বরে।

ফের বিশ্বসেরা ভারত
কবাডি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে আরও এক বার চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে টানা চতুর্থ বার কবাডি বিশ্বকাপ জিতল ভারত। লুধিয়ানার গুরু নানক স্টেডিয়ামে ফাইনালের প্রথমার্ধে লড়াইটা সমানে সমানে চললেও দ্বিতীয়ার্ধটা ছিল ভারতের। ন’পয়েন্টের ব্যবধানে জিতে ট্রফি ছাড়াও নগদ পুরস্কার পেল দু’কোটি টাকা। সেরা আক্রমণকারী ও সেরা স্টপারকে পুরস্কার দেওয়া হল ট্র্যাক্টর। দু’জনেই ভারতীয় দলের।

আনন্দের বিদায়
লন্ডন ক্ল্যাসিক সেমিফাইনালে উঠতে পারলেন না বিশ্বনাথন আনন্দ। নকআউটে রাশিয়ার ভ্লাদিমির ক্র্যামনিকের কাছে ০.৫-১.৫ হারলেন। প্রথম গেম ড্র করলেও দ্বিতীয় গেমে সাদা ঘুঁটি নিয়ে হারেন আনন্দ। এ ছাড়া শেষ চারে উঠেছেন মাইকেল অ্যাডামস, ইজরায়েলের বরিস গেলফাঁ, আর যুক্তরাষ্ট্রের হিকারু নাকামুরা।

কয়েদিদের কোচ সুরিন্দর
কয়েদি বনাম আইনজীবী ও বিচারপতি একাদশ। গুজরাতের সবরমতি জেলে এমনই অভিনব ক্রিকেট ম্যাচ হল প্রাক্তন টেস্ট তারকা সুরিন্দর অমরনাথের উদ্যোগে। সুরিন্দর কয়েদিদের টিমকে কোচিং করান। শনিবার অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে আইনজীবী ও বিচারপতি একাদশ ১৬৫-৭ তোলে। কয়েদিরা করে ১৪৬-৬।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.