আর্সেনালকে ৬-৩ উড়িয়েও যেন পুরোপুরি খুশি হতে পারছেন না ম্যানুয়েল পেলেগ্রিনি। দিন তিনেক আগের একটা ছোট্ট ভুলের ক্ষত ইপিএলের শীর্ষে থাকা টিমকে হারানোর পরেও মুছে যাচ্ছে না ম্যাঞ্চেস্টার সিটির কোচের মন থেকে।
হিসেবের ভুলে দিন তিনেক আগে ফসকে গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপশীর্ষে ওঠার সুযোগ। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৩-২ জয়ের উৎসব কিছুটা ফিকে হয়ে গিয়েছিল যে জন্য। আর একটা গোল দিতে পারলেই গত বারের চ্যাম্পিয়নদের টপকে যাওয়া যেত! হিসেবে ভুল করেছিলেন ম্যাঞ্চেস্টার সিটি কোচ।
শনিবার এতেহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের এক নম্বরে থাকা দলকে নাস্তানাবুদ করায় অবশ্য কোনও ভুল করেনি তাঁর টিম। প্রথমার্ধের শুরুতে আগেরোর গোলে ১-০ এগোয় ম্যান সিটি। ১-১ হওয়ার কিছুক্ষণ পরে নেগ্রেদোর গোলে ২-১ করে ম্যান সিটি। দ্বিতীয়ার্ধে ডেভিড সিলভা, ইয়াইয়া তোরে আর ফার্নান্দিনহোর জোড়া গোলে সিটির আধিপত্য পরিষ্কার হয়ে যায়। চোট কাটিয়ে মাঠে ফিরে আর্সেনালের তরুণ তারকা থিও ওয়ালকট জোড়া গোল আর অতিরিক্ত সময়ে মার্টেসাক জালে বল জড়ালেও আর্সেনালকে বাঁচানোর জন্য তা যথেষ্ট ছিল না।
ঘরের মাঠে টিমের দুরন্ত ফর্মে খুশি হলেও তিন গোল খাওয়ায় আবার কিছুটা হতাশ পেলেগ্রিনি। “৬-৩ এর থেকে ৬-০ স্কোর হলে বেশি ভাল লাগত,” ম্যাচের পর বলেন পেলেগ্রিনি। তবে তিন গোল খেলেও আক্রমণাত্মক ফুটবল থেকে যে তাঁরা সরে আসবেন না সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলে দেন, “সব ম্যানেজারই যে একই রকম ভাববেন সেটা হয় না। অনেকে একটা গোল দিয়েই রক্ষণাত্মক ফুটবল খেলতে ভালবাসে। আর আমরা চাই আরও গোল করতে। এটাই আমাদের জেতার স্টাইল।” |
আগেরোদের আগ্রাসনে ম্লান ওয়েঙ্গার। |
আর্সেনালকে হারিয়ে পয়েন্ট তালিকায় দু’নম্বর দল সিটি এখন আর্সেন ওয়েঙ্গারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। দু’দলের ব্যবধান এখন তিন পয়েন্ট। তবে জিতলেও পেলেগ্রিনির কপালে ভাঁজ ফেলতে পারে টিমের এক নম্বর স্ট্রাইকার আগেরোর চোট। কাফ মাসলে সমস্যা হওয়ায় ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই আগেরো মাঠ ছাড়তে বাধ্য হন। পেলেগ্রিনি অবশ্য বলছেন, “চোট কতটা গভীর সেটা না জেনে কিছু বলাটা ঠিক হবে না। হয়তো ওর সমস্যা আছে। দেখা যাক চিকিৎকরা কী বলেন।”
এ দিকে হারের পাশাপাশি আর্সেনালের সমস্যা আরও বাড়িয়েছেন টিমের মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার। ম্যাচের মাঝে উত্তেজিত হয়ে ম্যান সিটির ফ্যানদের অশালীন অঙ্গভঙ্গি করেন তিনি। টিভি ক্যামেরাতেও যা ধরা পড়েছে। যার জন্য ওয়েঙ্গারের টিমের বড় জরিমানা হতে পারে। |