মেসি নেই। নেইমার আছেন। জয়ের অভ্যাসে আছে বার্সেলোনা।
রোনাল্ডোর গোল নেই। জয়ের পথে নেই রিয়াল মাদ্রিদ।
হ্যাটট্রিকের পরের ম্যাচেই বার্সার ব্রাজিলীয় মহাতারকার পা থেকে এল জোড়া গোল। লা লিগায় চোটে কাবু মেসি-হীন বার্সা গত রাতে নেইমারের সৌজন্যেই হারাল ভিয়ারিয়াল-কে ২-১ গোলে। অন্য দিকে রিয়াল দু’গোলে পিছিয়ে পড়ে ওসাসুনা-র সঙ্গে কোনওক্রমে ২-২ ড্র করে মুখরক্ষা করলেও, স্প্যানিশ লিগ খেতাবের দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে।
রিয়াল গোলমেশিন রোনাল্ডো এই ম্যাচে অভাবিত ভাবে দু’টো সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচটা জিততেও পারত কার্লো আন্সেলোত্তির দল। বিপক্ষ এগিয়ে যাওয়ার আগে দশ মিনিটেই ইস্কোর চমকপ্রদ ফ্লিক থেকে সামনে একা গোলকিপার আন্দ্রেস ফার্নান্দেজকে পেয়েও তেকাঠির বাইরে মারেন রোনাল্ডো। সিআর সেভেনের দ্বিতীয় এলেমেলো শট দ্বিতীর্য়াধের শুরুতে, যখন তাঁর সামনে ২-২ করার সুযোগ এসেছিল। |
|
|
ভাল-মন্দ দিনে নেইমার ও রোনাল্ডো। |
|
নেইমার আবার বার্সার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ভিয়ারিয়ালের পার্থক্য হয়ে উঠেছিলেন। ইয়র্দি আলবার ক্রস নিজেদের বক্সে ওসাসুনার গাসপার হ্যান্ডবল করলে বার্সার ন্যায্য পেনাল্টি কিক থেকে নেইমার প্রথম গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধের গোড়ায় কর্নার থেকে মুসাকচিও সমতায় ফিরিয়েছিলেন ওসাসুনাকে। কিন্তু শেষ হাসি নেইমার-ই হাসেন। মিনিট কুড়ি পরেই অ্যালেক্সি সাঞ্চেজের ব্যাক পাস থেকে কার্যত ফাঁকা গোলে বল পাঠিয়ে বার্সাকে ২-১ করে দিয়ে। বার্সা কোচ জেরার্ডো মার্টিনোর মতে, “আটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জেতা বাদ দিলে এ মরসুমে ভিয়ারিয়াল ম্যাচটাই আমার কাছে সবচেয়ে তৃপ্তিদায়ক। অন্তত যত দিন আমি বার্সার দায়িত্ব নিয়েছি। শেষ তিনটে ম্যাচে সেই ধারাবাহিকতাটা দেখাতে পেরেছি, যেটা আমরা চাই।”
রিয়াল কোচ আন্সেলোত্তি আবার গ্যারেথ বেল-কে ৫৫ মিনিট বেঞ্চে বসিয়ে রাখার খেসারত দিয়ে হারতে বসেছিলেন। ওরিয়ল রেইরা-র জোড়া হেডে রিয়াল শুধু ০-২ পিছিয়েই পড়েনি, সের্জিও র্যামোস প্রথমার্ধেই লালকার্ড দেখায় দশ জনও হয়ে পড়েন রোনাল্ডোরা। কিন্তু এরপরেই রোনাল্ডো-ই বিপক্ষের তিন জনকে কাটিয়ে ইস্কোকে দিয়ে গোল করান হাফটাইমের আগেই। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে পরিবর্ত হিসাবে মাঠে নেমে পড়েন বেল-ও। শেষ বারো মিনিট ওসাসুনাও দশ জনে খেলে, রোনাল্ডোকে ফ্রান্সিস্কো সিলভা ফাউল করে লালকার্ড দেখায়। যার পূর্ণ সুযোগ নিয়ে পেপে হেড করে ২-২ করেন ম্যাচের শেষ দিকে। রিয়ালের মুখরক্ষায় রোনাল্ডোর অন্তত পরোক্ষ অবদান রয়ে গেল! |