|
|
|
|
ঐক্যের দৌড়ে প্রচার শুরু মোদীর
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
১৫ ডিসেম্বর |
সর্দার বল্লভভাই পটেলের মৃত্যুবার্ষিকীতে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিল বিজেপি।
আজ গোটা দেশে ঐক্যের দৌড়ের মাধ্যমে দলের কর্মী-সমর্থকদের চাঙ্গা করার পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদীর। পাশাপাশি দলে ঐক্যের ছবিটিকেও তুলে ধরতে চেয়েছিল বিজেপি। তাই নানা শহরে দৌড়ের নেতৃত্বে ছিলেন নানা শীর্ষ নেতা। নরেন্দ্র মোদী নিজে ছিলেন বডোদরায়। আমদাবাদে ছিলেন লালকৃষ্ণ আডবাণী। ভোপালে সুষমা স্বরাজ। দিল্লিতে রাজনাথ সিংহ, অরুণ জেটলি। গুজরাতের মুখ্যমন্ত্রীকে তড়িঘড়ি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করার প্রশ্নে আপত্তি জানানো আডবাণী বা সুষমার মতো নেতা-নেত্রীদের সামিল করে দলের ঐক্যের ছবিটি সমর্থকদের কাছে তুলে ধরতে চাইলেন বিজেপি নেতৃত্ব।
চার রাজ্যের ভাল ফলের পিছনে মোদী হাওয়া কাজ করেছে এমনটাই আগামী দিনে প্রচারের কৌশল নিয়েছেন বিজেপি নেতৃত্ব। দলের পরিকল্পনা হল লোকসভা নির্বাচনের জন্য দেশ জুড়ে মোদী ঝড় তোলা। সেই উদ্দশ্যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করার পরিকল্পনা নিয়েছেন মোদী। একই সঙ্গে বিধানসভায় ভাল করার পর কর্মী- সমর্থকদের মধ্যে যে উদ্দীপনা দেখা দিয়েছে তা তত দিন ধরে রাখাও যে প্রয়োজন তা বিলক্ষণ বুঝতে পারছেন দলীয় নেতৃত্ব। তাই মোদীর নির্বাচনী প্রচার শুরু না হওয়া পর্যন্ত মধ্যবর্তী সময়ে এই ধরনের একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে দল। যার মধ্যে প্রথম হল ঐক্যের দৌড়। এই দৌড়ের মাধ্যমে প্রথমে দেশের পাঁচশো জায়গা থেকে বল্লভভাই পটেলের মূর্তি নির্মাণের জন্য মাটি ও লোহা সংগ্রহ করা হবে। পরবর্তী ধাপে দেশের প্রতিটি গ্রাম থেকে তা সংগ্রহের পরিকল্পনা নিয়েছে বিজেপি।
দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি নেতাদের সঙ্গে দৌড়ে যোগ দেন ৪০ লক্ষ যুবক। কংগ্রেস নেতৃত্ব এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে কেরলের কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকারকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছেন জোটের মুখ্য সচেতক পি সি জর্জ। আজ কেরলে ওই ঐক্যের দৌড় উদ্বোধন করেন তিনি। দৌড়ের মুখ্য উদ্যোক্তা নরেন্দ্র মোদীর ছবি আঁকা টি-শার্ট হাতে ছিল জর্জের। বিজেপি-র দেওয়া একটি শালও গায়ে দেন তিনি। ইউডিএফের দ্বিতীয় বৃহত্তম শরিক কেসি-এমের নেতা জর্জ এর আগেও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে বেশ কয়েক বার তাদের অস্বস্তিতে ফেলেছেন।
আজকের ঐক্যের দৌড় নিয়ে জর্জের বক্তব্য, “কোনও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে অনুষ্ঠানে যাইনি। বল্লভভাইকে শ্রদ্ধা করি। তাঁকে নিয়ে যে কোনও দল অনুষ্ঠান করলেই আমি যাব।” দেশের অন্যান্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গেও আজ সকাল ৮টায় ঐক্যের দৌড় পালিত হয়। কলকাতায় নেতৃত্ব দেন বিজেপির রাজ্যসভা সাংসদ স্মৃতি ইরানি। |
পুরনো খবর: ঐক্যের দৌড়ে মোদী, লক্ষ্য লোকসভা |
|
|
|
|
|